রওশন এরশাদ স্বেচ্ছায় কোনো বিবৃতি দেননি: জি এম কাদের
রওশন এরশাদকে জাতীয় পার্টির চেয়ারম্যান ঘোষণা করে সংবাদ বিজ্ঞপ্তি দেওয়ার বিষয়ে জি এম কাদের বলেন, তাঁর জানামতে রওশন এরশাদ স্বেচ্ছায় বা জেনেশুনে এগুলো করছেন না।
জি এম কাদের আরও বলেন, ‘কিছু মানুষ ওনার অসুস্থতার সুযোগ নিয়ে বিভিন্ন ধরনের কাগজপত্র সই করিয়ে নিচ্ছে অথবা ওনার থেকে কতগুলো বক্তব্য নেওয়া হচ্ছে। আমার জানামতে, উনি নিজের ইচ্ছায় বা জেনেশুনে দিচ্ছেন না।’
জাপার চেয়ারম্যান জি এম কাদের যখন ভারত সফরে ছিলেন, সে সময় গতকাল রওশন এরশাদের নামে সংবাদ বিজ্ঞপ্তি দলটিতে নানা প্রশ্নের সৃষ্টি করে। সেই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, রওশন এরশাদ জাতীয় পার্টির চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছেন। এই খবর এবং সংবাদ বিজ্ঞপ্তিটিকে ভুয়া বলে গতকালই জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হকসহ তিনজন নেতা বিবৃতি ও ভিডিও বার্তা দেন। রওশন এরশাদের পক্ষ থেকেও বলা হয়, তিনি এ ধরনের কোনো সংবাদ বিজ্ঞপ্তি দেননি।
তবে জাতীয় পার্টির নেতৃত্ব নিয়ে দুই শীর্ষ নেতার দ্বন্দ্ব চলছে অনেক দিন ধরে। এখন নির্বাচন সামনে রেখেও তাঁদের দ্বন্দ্ব বাড়ছে বলেই দলটির ভেতরেও আলোচনা রয়েছে। অতীতের মতো এবারও ভোটের আগে দলে নাটকীয়তার শুরু হচ্ছে বলে দলটির নেতাদেরই অনেকে বলেছেন।
কিন্তু ভারত সফর শেষে ঢাকায় ফিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জি এম কাদেরকে বিষয়টি নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকেরা। প্রশ্নের জবাবে জি এম কাদের বলেন, ‘আমরা বিশ্বাস করি, উনি এটা (বিবৃতি) করেননি। উনাকে দিয়ে যারা এটা করানোর চেষ্টা করেছে, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত।’
জি এম কাদের বলেন, ‘এর উদ্দেশ্য হলো জাতীয় পার্টিকে দুর্বল করা। দলটা যাতে শক্তিশালীভাবে দাঁড়াতে না পারে, ভাবমূর্তির সংকট হয়। যারা দেবর-ভাবির দ্বন্দ্ব ইত্যাদি ইত্যাদি বলে, তারাই আসলে এগুলোকে বিভিন্নভাবে উসকে দিচ্ছেন। ওনার সঙ্গে আমার কখনো দ্বন্দ্ব ছিল না, এখনো নেই।’
ঢাকা প্রতিনিধি