January 5, 2025
খেলাধুলা

রংপুরের কাছে বড় হারে শুরু শাকিব খানের ঢাকা ক্যাপিটালসের

ঢালিউড সুপারস্টার শাকিব খান এবার প্রথম বিপিএলে দল কিনেছেন; কিন্তু তার দল ঢাকা ক্যাপিটালসের শুরুর যাত্রাটা মোটেই শুভ হলো না। প্রথম ম্যাচেই নুরুল হাসান সোহানের রংপুর রাইডার্সের কাছে ৪০ রানের বড় ব্যবধানে হেরে গেছে থিসারা পেরেরার নেতৃত্বাধীন ঢাকা।

অথচ ১৯২ রানের বড় লক্ষ্য তাড়ায় দারুণ সূচনা করেন লিটন দাস আর তানজিদ হাসান তামিম। উদ্বোধনী জুটিতে ৪৫ বলে ৬৫ রান তোলেন তারা। সেখান থেকে শেখ মেহেদীর ঘূর্ণিতে হঠাৎ ধস।

১০ রানের মধ্যে ঢাকার ৪ উইকেট তুলে নেন মেহেদী। ইনিংসের অষ্টম ওভারে তিনি ফেরান তানজিদ তামিম (২১ বলে ২টি করে চার-ছক্কায় ৩০) আর হাবিবুর রহমান সোহানকে (২ বলে ৬)। এক ওভার পর এসে আউট করেন লিটন দাস (২৭ বলে ৩১) আর ফারমানউল্লাহকে (১)।

বিনা উইকেটে ৬৫ থেকে ৪ উইকেটে ৭৫ রানে পরিণত হয় ঢাকা। একশর আগে (৯৬ রানে) শেষ হয়ে যায় ইনিংসের অর্ধেক। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি শাকিব খানের মালিকানাধীন দলটি। থিসারা পেরেরা ৮ বলে ১৭, লোয়ার অর্ডারের মুকিদুল মুগ্ধ ১১ বলে ১৮ আর নাজমুল অপু ১৬ বলে ১২ রান করে পরাজয়ের ব্যবধানই যা একটু কমিয়েছেন। ৯ উইকেটে ১৫১ রানে থামে ঢাকার ইনিংস।

৪ ওভারে ২৭ রানের বিনিময়ে ৪টি উইকেট শিকার করেন শেখ মেহেদী। ১৫ রানে ২ উইকেট শিকার খুলদিল শাহর।

এর আগে স্বদেশি সাইফ হাসান, পাকিস্তানি ইফতিখার আহমেদ আর খুশদিল শাহ-তিন ব্যাটারের চল্লিশোর্ধ্ব ইনিংসে ৬ উইকেটে ১৯১ রানের বড় সংগ্রহ দাঁড় করায় রংপুর রাইডার্স।

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ঢাকা অধিনায়ক থিসারা পেরেরা।

ব্যাটিংয়ে নেমে রংপুরের স্টিভেন টেলর ভালো শুরু করেছিলেন। কিন্তু ৭ বলে ১৪ করে মোস্তাফিজুর রহমানের বলে এলবিডব্লিউ হয়ে যান তিনি। অ্যালেক্স হেলসও ৬ বলে ৫ রানের বেশি এগোতে পারেননি, বোল্ড করেন আলাউদ্দীন বাবু।

২০ রানে ২ উইকেট হারানো দলের হাল ধরেন সাইফ হাসান আর ইফতিখার আহমেদ। ৬৫ বলে ৮৯ রানের জুটি গড়েন তারা। অবশেষে টানা দুই ওভারে সেট দুই ব্যাটারকে ফেরান আলাউদ্দীন বাবু।

সাইফ ৩৩ বলে ২টি করে চার-ছক্কায় ৪০ করে আউট হন। হাফসেঞ্চুরি থেকে মাত্র এক রান দূরে থাকতে বড় শট খেলতে গিয়ে বাউন্ডারিতে ক্যাচ হন ইফতিখার। ৩৮ বলে ৮ বাউন্ডারিতে পাকিস্তানি ব্যাটার করেন ৪৯।

এরপর নুরুল হাসান সোহানের ১১ বলে ৬ চারে ২৫ আর শেষদিকে খুশদিল শাহর ২৩ বলে ৩টি করে চার-ছক্কায় অপরাজিত ৪৩ রানে ভর করে ১৯১ রানের বড় সংগ্রহ পেয়েছে রংপুর।

শেয়ার করুন: