January 9, 2025
বিনোদন জগৎ

যৌন হেনস্থার অভিযোগ, অবশেষে মুখ খুললেন মোনালি

রেগে মাঝপথেই বারাণসীর শো ছেড়ে বের হয়ে গিয়েছিলেন বলিউডের সংগীতশিল্পী মোনালি ঠাকুর। শুধু তাই নয়, মঞ্চে দাঁড়িয়ে সেই শোয়ের ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে তুলোধুনাও করেছিলেন তিনি। ঘটনাটির পর উল্টো মোনালি ও তার ম্যানেজারের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ করে আয়োজক সংস্থা। এবার সেই যৌন হয়রানির অভিযোগ নিয়ে মুখ খুললেন মোনালি ঠাকুর।

সোমবার নিজের ইনস্টাগ্রামে লম্বা পোস্টে সেদিন বারাণসীতে ঠিক কী ঘটেছিল, তা নিয়ে কথা বলেছেন মোনালি।

মোনালি লেখেন, ‘বারাণসীতে আমার ও আমার টিমের সঙ্গে যে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। এমন ঘটনার কথা বলে ২০২৪ সালের শেষ বা নতুন বছরের শুরু করতে চাইনি। আমার মনে হয়েছে এই দুর্ভাগ্যজনক সত্যি ঘটনা সকলকে বলা গুরুত্বপূর্ণ। আমার কাছে ক্ষমা চেয়ে আয়োজকদের চিঠিটিও এই পোস্টে জুড়ে দিলাম। আশা করি, আমার ও টিমের বিরুদ্ধে আনা আয়োজকদের মিথ্যে বিশ্বাসঘাতকতা, অনৈতিক আচরণের অভিযোগ নিয়ে সকলের বিভ্রান্তি দূর করতে এই চিঠিই যথেষ্ট।’

মোনালি আরও লিখেছেন, ‘ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির বেপরোয়া ও দায়িত্বজ্ঞানহীন আচরণ নিয়ে আমি খুব বিরক্ত। বিশেষত, যৌন হয়রানি থেকে রক্ষা করতে প্রণীত আইনগুলোর অপব্যবহার করার চেষ্টা করেছেন তারা। অথচ এই আইনগুলো আমাদের সমাজে নারীদের সুরক্ষার জন্য অত্যাবশ্যকীয়।’

মোনালি ঠাকুরের কথায়, ‘এই বেপরোয়া আচরণ প্রকৃত ভুক্তভোগীদের বিশ্বাসযোগ্যতাকে ক্ষুণ্ণ করে, যারা ন্যায়বিচার চাওয়ার ক্ষেত্রে অসীম সাহস দেখান এবং এই ধরনের অপরাধ নির্মূলে লড়াই করেন। এই মিথ্যে অভিযোগ তাদের কঠোর পরিশ্রমকে বাধা তৈরি করবে।’

ইনস্টাগ্রামে শেয়ার করা আরেকটি পোস্টে মোনালি ২২ ডিসেম্বরের ঘটনার কথা স্মরণ করে বলেন, ‘মৌলিক অবকাঠামোগত নিরাপত্তার চরম অবহেলা, হয়রানির মিথ্যা অভিযোগ এবং প্রাণঘাতী ভীতি প্রদর্শনের শিকার হয়েছিলেন তিনি। তিনি বলেন যে তাকে ৭০ মিনিটের পারফরম্যান্সের পরে মঞ্চ ছাড়তে বাধ্য হয়েছিলেন তিনি।

গত মাসে আচমকাই বারাণসীর কনসার্ট বন্ধ করে দেন মোনালি। তিনি আয়োজকদের ‘দায়িত্বজ্ঞানহীন এবং অনৈতিক’ বলে অভিযুক্ত করেছিলেন।

এরপরই ওই ইভেন্ট সংস্থা ব্যাক রুম এন্টারটেইনমেন্ট মোনালির সমস্ত দাবি খারিজ করে দিয়েছিল। তাদের অভিযোগ, মোনালি ও তার টিম তাদের হেনস্থা করেছেন। গায়িকার মন্তব্যকে ভিত্তিহীন বলেও আখ্যা দিয়েছিলেন তারা। এমন অভিযোগের পরই বেজায় ক্ষুব্ধ হয়ে মুখ খোলেন মোনালি ঠাকুর। সূত্র: হিন্দুস্থান টাইমস।

শেয়ার করুন: