December 8, 2025
জাতীয়লেটেস্টশীর্ষ সংবাদ

যেখানে বিদ্যুৎ না থাকে সেখানে বিকল্প ব্যবস্থা নিশ্চিত করতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচনের সময় প্রতিটা কেন্দ্রে যেন বিদ্যুতের ব্যবস্থা থাকে, যেসব এলাকায় বিদ্যুৎ না থাকে ওই সব এলাকায় বিকল্প ব্যবস্থা নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সুষ্ঠু নির্বাচনের জন্য কি করছেন এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শুধু সুষ্ঠু না তারপরে ক্রেডিবল একটা নির্বাচন উৎসবমুখর একটা নির্বাচন এটার জন্য যত ধরনের প্রস্তুতি দরকার সবকিছুই নিচ্ছে সরকার। নির্বাচনের সময় ইলেক্ট্রিসিটির ব্যাপারে কি নির্দেশনা দিয়েছেন জানতে চাইলে উপদেষ্টা বলেন, ইলেক্ট্রিসিটির ক্ষেত্রে বলছি যে প্রতিটা কেন্দ্রে যেন বিদ্যুতের ব্যবস্থা থাকে। আপনারা জানেন যে এবার ভোটগ্রহণ শুরু হবে সকাল সাড়ে ৭টায়। আগে হতো আটটা থেকে চারটা পর্যন্ত আধা ঘণ্টা বেড়ে গেছে, এই সময় সূর্যের আলো পরেও কিন্তু আমাদের ভোট গণনা করতে হবে। এজন্য যেই এলাকায় ইলেক্ট্রিসিটি না থাকে ওই এলাকায় অল্টারনেটিভ কি লাইটিংয়ের ব্যবস্থা করা যায়। আর যেখানে বিদ্যুৎ না থাকে সেখানে এনসিওর করতে হবে। গত শনিবারে রংপুরে মুক্তিযোদ্ধা এবং তার স্ত্রীকে কুপিয় হত্যা করা হয়েছে। সে বিষয়ে কি ব্যবস্থা নেওয়া হয়েছে চাইলে উপদেষ্টা বলেন, যেভাবে হোক অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচনের আগে এরকম একের পর এক ঘটনা এটা কীভাবে দেখছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এই ধরনের ঘটনা ঘটছে, আমি তা অস্বীকার করি না। আর নির্বাচনের আগে এগুলো সব বন্ধ হয়ে যাবে তাও আমি বলতে পারি না। যদি আমার কাছে কোনো ম্যাজিক থাকতো বা ওই সুইচ লাইট অন-অফের মতো থাকতো তা আমি করে দিতাম। যে লাইট অফ এখন আর কোন কিলিং ফিলিং কিছু হবে না, আমার কাছে এরকম কোনো ম্যাজিক নাই। শেরে বাংলা নগরের গণভবন খুলে দেওয়ার বিষয়ে তিনি বলেন, আমাদের যে গণ মিউজিয়ামটা, ওইটা যেহেতু প্রস্তুতি প্রায় শেষ হয়ে আসছে। গণভবনে এটা খুলে দেওয়ার পর দর্শনার্থী প্রবেশের সময় সিকিউরিটি কীভাবে হবে, দর্শনার্থীদের নিরাপত্তা এই সবকিছুর ব্যাপারে একটা আলোচনা হয়েছে। দেশের বেশিরভাগ মানুষ এখন পর্যন্ত সন্দেহ করে নির্বাচন হবে কিনা এটা দূর করতে পারছেন না কেন? এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এটা দূর করতে পারছি না শুধু আপনাদের জন্য, আপনারা খালি বলবেন যে নির্বাচন হবে, তাহলে প্রচার হবে। আমি একা কিন্তু আপনাদের প্রচারটা হাজার হাজার-লাখ লাখ লোকের কাছে প্রচার হয়। তফসিলের পর রাজনৈতিক দল সমানভাবে নির্বাচনের প্রচারণা চালাতে পারবে এটা নিশ্চিত করতে পারেন কিনা, যেহেতু জাতীয় পার্টি এখন পর্যন্ত তারা বলছে যে আইন-শৃঙ্খলা বাহিনী তাদের মাঠে নামতে দিচ্ছে না। তারা নিষিদ্ধ দল নয় সবার জন্য সমান সুযোগ করতে পারবে কিনা এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা বাহিনী কাকে মাঠে নামতে দিচ্ছে না? সবাই মাঠেই দেখছি, পুরা মাঠ তারাই গরম করে রাখছে। লুট করা অস্ত্র কতটুকু উদ্ধার হলো জানতে চাইলে উপদেষ্টা বলেন, প্রতিদিন উদ্ধার হচ্ছে এবং আপনারা রিপোর্টও করছেন। বডি ক্যামেরা কেনার ব্যাপারে কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে উপদেষ্টা বলেন, বডি ক্যামেরা কেনা হচ্ছে বহু আগেই বলছি। বডি ক্যামেরা ইলেকশনের সময় থাকবে।
শেয়ার করুন: