December 11, 2025
খেলাধুলা

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টা আসিফ নজরুলকে বিসিবির অভিনন্দন

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করায় ড. আসিফ নজরুলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ২০২৫) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি এই শুভেচ্ছা জানায়। বিসিবি জানায়, দীর্ঘদিন ধরে খেলাধুলার প্রতি আগ্রহ ও সম্পৃক্ততা থাকা ড. আসিফ নজরুল এখন নতুন দায়িত্বে আরও কার্যকরভাবে ক্রীড়াঙ্গনের উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন বলে তারা আশাবাদী। বিসিবি সভাপতি মো. আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘আমরা তার সর্বাত্মক সাফল্য কামনা করি। তার পরিচালনা দক্ষতা এবং খেলাধুলার প্রতি দীর্ঘদিনের অনুরাগ আমাদের বিশ্বাস জোগায় যে, তিনি এখানে গঠনমূলক অবদান রাখবেন।’ তিনি আরও বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট স্পষ্ট লক্ষ্য নিয়ে এগোচ্ছে। বিভিন্ন স্তরে মানোন্নয়নের এই যাত্রায় আমরা আশা করি তিনি আমাদের পাশে থাকবেন।’ উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আসিফ মাহমুদ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পাশাপাশি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছিলেন।
শেয়ার করুন: