December 21, 2024
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি মানছে না ইসরায়েল, আড়াইশ বারের বেশি হামলা

লেবাননে যুদ্ধবিরতি বারবার লঙ্ঘন করছে ইসরায়েলি বাহিনী। যুদ্ধবিরতি কার্যকরের পর ২৩ দিনে দখলদার বাহিনী ২৫৯ বার শর্ত লঙ্ঘন করে লেবাননিদের ওপর হামলা করেছে।

আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি সেনাবাহিনী লেবাননের সঙ্গে তার ২৩তম যুদ্ধবিরতির দিনে ছয়বার চুক্তি লঙ্ঘন করেছে। এতে ২৭ নভেম্বর যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে ইসরায়েলি লঙ্ঘনের মোট সংখ্যা বেড়ে ২৫৯-এ দাঁড়িয়েছে। এসব হামলায় ৩১ জন নিহত এবং ৩৭ জন আহত হয়েছেন।

লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সির (এনএনএ) তথ্য মতে, ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের কাফর কিলা শহরে বোমা হামলা করে বাড়িঘর ভেঙে দিয়েছে। যার ফলে পুরো এলাকাজুড়ে কম্পন অনুভূত হয়।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডেটা বলছে, লেবাননে ইসরায়েলের আক্রমণ শুরু হওয়ার পর থেকে কমপক্ষে ৪ হাজার ৬১ জন নিহত এবং ১৬ হাজার ৬৬১ জন আহত হয়েছেন৷ নিহতের মধ্যে ১ হাজার ১০৬ জন নারী ও শিশু এবং ২২২ জন স্বাস্থ্যকর্মী রয়েছেন।

কয়েক মাস সামরিক অভিযানের পর ইসরায়েল ও লেবাননের মধ্যে ২৭ নভেম্বর থেকে একটি ‘ভঙ্গুর’ যুদ্ধবিরতি কার্যকর হয়। লেবাননি গোষ্ঠী হিজবুল্লাহ যুদ্ধবিরতি মেনে চললেও ইসরায়েলি বাহিনী তাদের ইচ্ছেমতো শর্ত লঙ্ঘন করে অভিযান অব্যাহত রেখেছে।

এদিকে ফিলিস্তিনের গাজায় হত্যাযজ্ঞ অব্যাহত রেখেছে বেনিয়ামিন নেতানিয়াহুর বাহিনী। নতুন পরিসংখ্যান বলছে, চলমান যুদ্ধে এ পর্যন্ত ৬৪৪ ক্রীড়াবিদকে হত্যা করেছে ইসরায়েল। গাজা কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

শুক্রবারের (২০ ডিসেম্বর) এক প্রতিবেদনে আলজাজিরা জানায়, গাজায় ১৪ মাসেরও বেশি সময় ধরে ইসরায়েলি বাহিনী তাণ্ডব চালাচ্ছে। এতে কমপক্ষে ৪৫ হাজার ২০৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফিলিস্তিনি ফুটবল অ্যাসোসিয়েশনের তথ্যানুসারে, তাদের মধ্যে ৩৫৯ ফুটবল খেলোয়াড়। অন্যরা বিভিন্ন খেলায় যুক্ত ছিলেন। নিহতদের মধ্যে অন্তত ৯১ শিশু খেলোয়াড় ছিল।

শেয়ার করুন: