January 10, 2025
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে গাড়ি হামলা, একই ঘাঁটিতে ছিলেন জড়িত দুই সাবেক সেনা

যুক্তরাষ্ট্রের নিউ অরলিয়েন্স ও লাস ভেগাসে গত বুধবার (১জানুয়ারি) ঘটে যাওয়া দুই হামলার মধ্যে যোগসূত্র থাকার সম্ভাবনা দেখছেন দেশটির তদন্তকারীরা।

প্রথম হামলাটি ঘটে স্থানীয় সময় গত বুধবার লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিয়েন্স শহরে।

সেখানে বর্ষবরণের উৎসবে যোগ দেওয়া লোকজনের ওপর গাড়ি উঠিয়ে দেন এক ব্যক্তি। তিনি মার্কিন সামরিক বাহিনীর সাবেক সদস্য ছিলেন। তার ব্যবহার করা গাড়িতে সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) পতাকা পাওয়া গেছে। এ ঘটনায় হামলাকারীসহ ১৫ জন নিহত ও ৩৫ জন আহত হন।

এর কয়েক ঘণ্টা পরে নেভাদার লাস ভেগাসে ট্রাম্প হোটেলের বাইরে টেসলার তৈরি একটি ‘সাইবার ট্রাকে’ বিস্ফোরণ ঘটানো হয়। এতে নিহত হন ট্রাকের চালক। তিনিও যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সদস্য ছিলেন। ওই ঘটনায় আহত হন সাতজন।

দুই হামলার ঘটনাই খুবই অল্প সময়ের ব্যবধানে ঘটেছে। দুই হামলাকারীই যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সদস্য ছিলেন। এমনকি তারা একই সামরিক ঘাঁটিতে অবস্থান করেছেন। এ ছাড়া তারা দুজনই ‘টিউরো অ্যাপ’ নামের একটি অ্যাপলিকেশন থেকে গাড়ি দুটি ভাড়া করেছিলেন।

২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের বড় সমর্থক ছিলেন মাস্ক। সাইবার ট্রাকের নির্মাতা প্রতিষ্ঠান টেসলা ইলন মাস্কের মালিকানাধীন। এদিকে ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় বসতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তাই বিষয় গুলো নিয়ে তদন্তকারীদের মধ্যে সন্দেহের উদ্রেক হচ্ছে।

লাস ভেগাস পুলিশের কর্মকর্তা কেভিন ম্যাকম্যাহিল বলেছেন, সাইবার ট্রাকের ভেতরে বিস্ফোরক ছিল। নিউ অরলিয়েন্সে হামলার ঘটনাস্থলের কাছ থেকেও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। তাই দুই ঘটনার মধ্যে যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

শেয়ার করুন: