November 25, 2024
আঞ্চলিকলেটেস্টশীর্ষ সংবাদ

যান্ত্রিক ত্র“টি কাটিয়ে উৎপাদনে গেল রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট

যান্ত্রিক ত্র“টির কারণে বন্ধ থাকা রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে আবারও উৎপাদন শুরু হয়েছে। বন্ধ হওয়ার পরে বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে প্রথম ইউনিটের উৎপাদন শুরু হয়। উৎপাদিত ৪৮০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রীন লাইনে সরবরাহ হচ্ছে। বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ কোম্পানির ডিজিএম মোহাম্মাদ আনারুল আজিম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ৫ নভেম্বর সকাল সোয়া ছয়টায় যান্ত্রিক ত্র“টির কারণে দু’টি ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায় কেন্দ্রটির। ডিজিএম আনোয়ার উল আজীম বলেন, বৃহস্পতিবার বিকেল থেকে ফের উৎপাদন শুরু হয়েছে রামপাল কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে। সন্ধ্যা থেকে উৎপাদিত ৪৮০ মেগাওয়াট যুক্ত হয়েছে জাতীয় গ্রিডে। দ্রুত সময়ের মধ্যে দু’টো ইউনিটের উৎপাদন স্বাভাবিক পর্যায়ে আসবে বলে জানান তিনি।

শেয়ার করুন: