May 17, 2025
আন্তর্জাতিক

‘যত শিগগির সম্ভব’ পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে চান ট্রাম্প

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ থামাতে যত শিগগির সম্ভব রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে এ বিষয়ে কথা বলেছেন তিনি।

গত ১৩ মে এক রাষ্ট্রীয় সফরে মধ্যপ্রাচ্যে যান ট্রাম্প। দুই দিনের সেই সফরে সৌদি আরব ও আমিরাতে গিয়েছেন তিনি। গতকাল ১৫ মে সফর শেষে আবুধাবিতে নিজের বিমানে ওঠার আগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।

সে সময় সাংবাদিকরা রাশিয়া-ইউক্রেন যুদ্ধাবসান নিয়ে ট্রাম্পকে প্রশ্ন করলে উত্তরে তিনি বলেন, “আমি যত শিগগির সম্ভব ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাত করতে চাই। এই যুদ্ধ শেষ করার জন্য এখনই উপযুক্ত সময় এবং আমরা এটা করতে পারব। যত শিগগির আমাদের দেখা হবে, তত দ্রুত এই যুদ্ধের অবসান হবে।”

কবে রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ ঘটছে— এ প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে ট্রাম্প বলেন, “বিশ্ব এখন অনেকখানি নিরাপদ, সামনের দু’তিন সপ্তাহের মধ্যে আরও নিরাপদ হবে। আশা করছি এর মধ্যেই তার সঙ্গে সাক্ষাৎ হবে আমার।”

রাশিয়া-ইউক্রেন যুদ্ধাবসানের জন্য পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে মুখোমুখী বৈঠকের প্রস্তাব দিয়েছিল তুরস্ক এবং তারা দু’জন তাতে রাজি হয়েছিলেন। সেই অনুযায়ী গত ১৩ মে আঙ্কারা পৌঁছেছিলেন জেলেনস্কি। তবে একই দিন মধ্যপ্রাচ্য সফরে যান ট্রাম্প এবং যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, পুতিন ও তার মধ্যে সাক্ষাৎ ঘটার আগ পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে জেলেনস্কির কোনো সাক্ষাৎ হবে না।

এদিকে পুতিনও তুরস্কে আর যাননি। নিজের পরিবর্তে সেখানে প্রতিনিধি পাঠিয়েছেন তিনি।

শুক্রবার মস্কোতে এক ব্রিফিংয়ে রাশিয়ার প্রেসিডেন্টের প্রেস সেক্রেটারি ও মুখপাত্র দিমিত্রি পেসকভকে এ ব্যাপারে প্রশ্ন করেছিলেন সাংবাদিকরা। জবাবে পেসকভ বলেছেন, “বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং আমাদের প্রেসিডেন্টের সাক্ষাৎ নিশ্চিতভাবেই জরুরি। আর এমন গুরুত্বপূর্ণ বৈঠকের প্রস্তুতির জন্য কিছুটা সময় প্রয়োজন।”

শেয়ার করুন: