মোংলায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলো কার্গো জাহাজসহ ৬ কোটি টাকার সরকারি সম্পদ
মোংলায় অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেলো সরকারি খাদ্য বোঝাই এমভি সাকিব-১ নামের একটি কার্গো জাহাজ। শুক্রবার দুপুরের জাহাজটির যান্ত্রীক ত্র“টি হওয়ায় ভরা জোয়ারের স্রোতে কার্গোটি পশুর চ্যানেল থেকে ছুটে এসে বন্দরের পানির জেটির পল্টুনের সাথে আঘাত লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তবে বন্দরে বড় একটি পল্টুন ও পানির জাহাজের কারণে অল্পের জন্য কার্গোটি ডুবে যাওয়ার হাত থেকে রক্ষা পেয়েছে।
প্রত্যক্ষদর্শী ও কার্গো জাহাজ এমভি সাবিক-১ এর মাস্টার শাহাবুর রহমান জানায়, শুক্রবার মোংলা জয়মনি ঘোল এলাকায় অবস্থিত সরকারী খাদ্য গুদাম (সাইলো) থেকে ৬শ’ মেট্রিক টন গম বোঝাই করে কার্গো জাহাজ “এমভি সাকিব-১”। সকাল ৯টার দিকে বন্দরে পশুর চ্যানেল হয়ে ঢাকার নারায়ণগঞ্জের সাইলোতে নিয়ে যাওয়ার জন্য রওয়ানা হয় ৮ জন নাবিকসহ কার্গো জাহাজটি। দুপুরের দিকে বন্দরের পশুর চ্যানেল ও মোংলা নদীর মোহনায় আসলে হঠাৎ যান্ত্রিক ত্র“টি দেখা দেয়। এ সময় নদীতে ভরা জোয়ারের স্রোতের টানে কিছু বুঝে ওঠার আগেই প্রথমে মোংলা বন্দরের পিকনিক কর্নারের পর্যটকদের ওঠা-নামার জেটিতে আঘাত লাগে। এতে জেটির বেশ কিছু অংশ ভেঙে চুরমার হয়ে যায়। পরে জোয়ারের স্রোতের টানে সিটকে গিয়ে বন্দরের বড় পল্টুনের সাথে আঘাত লাগে এবং কার্গো জাহাজটি পল্টুনের সাথে আটকে যায়। এতে বন্দরের পল্টুনেরও বেশ ক্ষতি হয়েছে বলে জানায় বন্দরের কর্মকর্তা মোঃ কামরুল আলম। কার্গো জাহাজটির মালিক ঢাকার কাজী ফেরদাউস বলে জানায় কার্গোটির মাস্টার। জাহাজটির এম নম্বর-৬৩৯৪।
খবর পেয়ে দুপুরে দিকে মোংলা বন্দরের উদ্ধারকারী জাহাজ “এমটি শিপসা” দ্রুত এসে কার্গোটি উদ্ধার করে এবং রশি লাগিয়ে টেনে বন্দরের নিরাপদে সরিয়ে নিয়ে বন্দরের হেফাজতে রেখেছেন বন্দর কর্তৃপক্ষ। কার্গো জাহাজ এমভি সাকিব-১ সহ এতে প্রায় সাড়ে ৫ থেকে ৬ কোটি টাকার সরকারি পণ্য রয়েছে বলে জানা গেছে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের সংরক্ষণ কর্মকর্তা মোঃ কামরুল আলম বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হয়েছে কার্গো জাহাজটি যান্ত্রিক ত্র“টির কারণেই জোয়ারে স্রোতে নদীর মূল চ্যানেল থেকে সরে গিয়ে কিনারে আঘাত লাগে। এতে বন্দরের পল্টুন ও সিঁড়ির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ব্যাপারে জাহাজ মালিকের সাথে বন্দরের আলোচনা চলছে, ক্ষতিপূরণ দিয়ে জাহাজটি নিয়ে যাবে বলেও জানান বন্দরের এ কর্মকর্তা।