মেসির মাঠে ফেরার সময় জানালেন মাশ্চেরানো
বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে অধিনায়ক লিওনেল মেসিকে ছাড়াই বাজিমাত করেছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। উরুগুয়ের বিপক্ষে কষ্টসাধ্য জয় পেলেও পরের ম্যাচে তারা চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ৪-১ গোলে উড়িয়ে দেয়। এই দুই ম্যাচের জন্য দল ঘোষণার আগে ছিটকে যান মেসি। তার মাঠে ফেরার সময়টা এতদিন অনিশ্চিতই ছিল। যা জানিয়ে দিয়েছেন ইন্টার মায়ামি কোচ হাভিয়ের মাশ্চেরানো।
আমেরিকান মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে আগামী রোববার ফিলাডেলফিয়া ইউনিয়নের মুখোমুখি হবে মায়ামি। সেই ম্যাচেও মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে আর্জেন্টাইন মহাতারকার। তবে এক্ষেত্রে মাশ্চেরানো একটি শর্ত জুড়ে দিয়েছেন। যদি ম্যাচের আগেরদিন অনুশীলনে পুরো ফিট মনে হয়, তবেই পরদিন ম্যাচের একাদশে থাকবেন মেসি।
মায়ামি কোচ জানিয়েছেন, ‘লিও ঠিক আছে। যদি স্রষ্ঠা চায় এবং অনাকাঙ্ক্ষিত কিছু না ঘটে, পরবর্তী ম্যাচ ডেতেই তার নামটি উঠতে যাচ্ছে।’ মেসির চোট পুনর্বাসন নিয়ে তাড়াহুড়ো করতে চান না বলেও জানিয়েছেন তার সাবেক এই ক্লাব ও জাতীয় দল সতীর্থ, ‘আমরা ধীরে ধীরে উন্নতির দিকে যেতে চাই। কারণ লিও একজন বিশেষ খেলোয়াড়, মাঝেমধ্যে তাকে (মাঠ থেকে) বিরত রাখারও প্রয়োজন আছে, যাতে কোনো ঝুঁকি না থাকে।’