January 19, 2025
খেলাধুলা

মেসিকে ঈর্ষা করতেন এমবাপ্পে, জানালেন নেইমার

চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বপ্ন পূরণে ২০২১ সালে সময়ের সেরা আক্রমণত্রয়ীকে একত্র করেছিল পিএসজি। লিওনেল মেসি, নেইমার, আর কিলিয়ান এমবাপ্পে—দুই মৌসুম একসঙ্গে খেলেছিলেন তারা। তবে শিরোপার বদলে পিএসজির জন্য এই ত্রয়ী হয়ে ওঠে বিভ্রান্তির কারণ।

মেসি-নেইমার-এমবাপ্পের মধ্যকার রসায়ন কখনোই বার্সেলোনার মেসি-নেইমার-সুয়ারেজ জুটির মতো হয়নি। ফলে মাঠে তারা একসঙ্গে খেললেও আলাদা দ্বীপের মতোই মনে হতো। পেনাল্টি নেওয়া নিয়ে এমবাপ্পে ও নেইমারের ঝগড়া সেই সময় তুমুল আলোচনার জন্ম দিয়েছিল। এমনও খবর এসেছিল যে, এমবাপ্পে চেয়েছিলেন নেইমার ক্লাব ছাড়ুক।

২০২৩ সালে মেসি ও নেইমার পিএসজি ছেড়ে চলে যান। মেসি যুক্তরাষ্ট্রে ইন্টার মায়ামিতে পাড়ি জমালেও নেইমার যান সৌদি প্রো লিগের আল হিলালে। সম্প্রতি আরেক ব্রাজিলিয়ান কিংবদন্তি রোমারিওর সঙ্গে এক পডকাস্টে নেইমার পিএসজিতে মেসি ও এমবাপ্পের সঙ্গে তার সম্পর্ক নিয়ে কথা বলেছেন।

এমবাপ্পে বিরক্তিকর ছিলেন কি না, এমন প্রশ্নে নেইমার বলেন, ‘না, সে ও রকম ছিল না। তার সঙ্গে আমার কিছু বিষয় হয়েছিল, সামান্য মনোমালিন্যও হয়েছিল। তবে সে আমাদের ভিত্তি ছিল। আমি তাকে গোল্ডেন বয় বলে ডাকতাম। সব সময় তাকে সাহায্য করতাম, অনেক কথা বলতাম। সে আমার বাড়িতে আসত, আমরা একসঙ্গে খাবার খেতাম।’

তবে মেসির পিএসজিতে আসার পর এমবাপ্পের আচরণে পরিবর্তন আসে বলে মনে করেন নেইমার। ‘আমরা জুটি গড়ে ভালো কিছু সময় কাটিয়েছি। কিন্তু মেসি আসার পর সে একটু ঈর্ষান্বিত হয়ে পড়ে। তার আচরণ বদলে যায়, আমাদের মধ্যে লড়াইও হয়,’ জানান তিনি।

পিএসজিতে অতিরিক্ত তারকার সমাহার নিয়ে নেইমার বলেন, ‘অহংবোধ থাকা ভালো। কিন্তু আপনাকে বুঝতে হবে, একা খেলা যায় না। পাশে আরেকজনকে দরকার হয়। আমাদের দলে প্রায় সব জায়গায় অহংবোধ ছিল। এই কারণে কোনো কিছু ঠিকঠাক হয়নি। কেউ যদি না দৌড়ায় আর কেউ যদি সাহায্য না করে, তাহলে কোনো কিছুই জেতা সম্ভব নয়।’

এই তারকা-সমন্বয়হীনতাই পিএসজির চ্যাম্পিয়নস লিগ শিরোপার স্বপ্নকে ধূলিসাৎ করে দিয়েছে বলে মত ব্রাজিলিয়ান তারকার।

শেয়ার করুন: