March 31, 2025
আন্তর্জাতিক

মুম্বাইয়ে আইআইটির ক্যাম্পাসে ঘুরে বেড়াচ্ছে কুমির!

ভারতের বাণিজ্যিক নগরী মুম্বাইয়ে আইআইটির ক্যাম্পাসে ঘুরে বেড়াচ্ছে জলজ্যান্ত এক কুমির! 

প্রযুুক্তি বিশ্ববিদ্যালয়টির রাস্তায় কুমির ঘোরাফেরা করছে দেখে সঙ্গে সঙ্গে বন দফতরে খবর পাঠানো হয়। দেরি না করে ঘটনাস্থলে পৌঁছে যান বনবিভাগের কর্মীরা।

সূর্য ডুবে গিয়েছে। আইআইটির ক্যাম্পাসের গলিপথে তখন জ্বলে উঠেছে বাতিস্তম্ভ। ঘড়িতে তখন সন্ধ্যা ৭টা। ক্যাম্পাসে সেই সময় টহল দিতে বেরিয়েছে একটি কুমির।

সমাজমাধ্যমে এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় সম্প্রতি একটি ভিডিও ঘোরাফেরা করতে শুরু করেছে। সেই ভিডিওতে দেখা গেছে, পানি ছেড়ে ডাঙায় উঠে পড়েছে একটি কুমির। ভরা সন্ধ্যায় রাস্তায় টহল দিচ্ছে সে। কিছুক্ষণ হাঁটার পর বুকে ভর দিয়ে রাস্তায় শুয়ে পড়ল কুমিরটি।

স্থানীয় সংবাদমাধ্যম বলছে, রোববার (২৩ মার্চ) সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে মুম্বাই আইআইটি ক্যাম্পাস রোডে এই ঘটনাটি ঘটেছে। রাস্তায় কুমির ঘোরাফেরা করছ‌ে দেখে সঙ্গে সঙ্গে বন দফতরে খবর পাঠানো হয়।

দেরি না করে ঘটনাস্থলে পৌঁছে যান বনবিভাগের কর্মীরা। সঙ্গে আসেন পৌরসভার কর্মীরাও। তারপর কুমিরটিকে উদ্ধার করে নিকটবর্তী জলাশয়ে ছেড়ে দেওয়া হয়।

বন দফতরের দাবি, আইআইটি ক্যাম্পাসের অদূরে রয়েছে পদ্মাবতী মন্দির। সেই মন্দিরের পাশের জলাশয় থেকে কুমিরটি কোনো ভাবে ডাঙায় উঠে পড়েছিল। বন দফতরের তৎপরতায় বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে।

শেয়ার করুন: