মুক্তিপণের জন্য ডাকাতির পর শিশু জাইফাকে অপহরণ, জড়িত ৫
রাজধানীর আজিমপুরে বাসায় ডাকাতির পর অপহরণ করা কন্যা শিশু আরিসা জান্নাত জাইফাকে উদ্ধার করেছে র্যাব। অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে অপহরণকারীকে গ্রেফতার এবং শিশুটিকে উদ্ধার করে এলিট ফোর্সটি। মুক্তিপণের জন্য ডাকাতির পর শিশুটিকে অপহরণ করা হয়েছিল বলে জানিয়েছে র্যাব।
শনিবার (১৬ নভেম্বর) দুপুরে রাজধানীর কারওয়ানবাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য দেন সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস। শিশু জাইফার উদ্ধার সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানাতে এলিট ফোর্সটির পক্ষ থেকে এই সংবাদ সম্মেলন ডাকা হয়।
মুনীম ফেরদৌস বলেন, মুক্তিপণের জন্যেই আজিমপুর থেকে শিশু জাইফাকে অপহরণ করা হয়েছিল। আর অপহরণের ঘটনায় চারজন জড়িত ছিল। ইতোমধ্যে শিশুটিকে উদ্ধারসহ জড়িত একজনকে আটক করা হয়েছে। বাকি চারজনকে ধরার চেষ্টা চলছে।
গত ১৫ নভেম্বর সকালে আজিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টার, লালবাগ টাওয়ারের পাশের গলি থেকে ফারজানা নামে এক নারীর বাসায় ডাকাতির সময় নগদ অর্থ ও স্বর্ণালংকার নেওয়ার পাশাপাশি তারা একটি বাচ্চাকে অপহরণ করে নিয়ে যায়। পরবর্তীকে ভিকটিমের পরিবার ভিকটিমকে উদ্ধারের জন্য র্যাব-১০ এর নিকট সহায়তা চায়। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হলে দেশব্যাপী ব্যাপক আলোচিত হয়। ওই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে র্যাব।
এরই ধারাবাহিকতায় গতরাতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানীর মোহাম্মদপুরের নবীনগর হাউজিং এলাকায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর এই অপহরণের পরিকল্পনাকারী এক নারীকে গ্রেফতার করে। পরে অপহৃত ৮ মাস বয়সী শিশু জাইফাকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
শিশু জাইফার মায়ের নাম ফারজানা আক্তার। ভিকটিমের মা চাকরি করেন এবং ভিকটিমের পিতা বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। রাজধানীর আজিমপুরের লালবাগ টাওয়ার এলাকায় একটি ভাড়া বাসায় ভিকটিমের পরিবার বিগত ৩ বছর যাবৎ বসবাস করে আসছেন।