November 21, 2024
বিনোদন জগৎ

মিস ওয়ার্ল্ডের মুকুট জিতলেন ডেনমার্কের ভিক্টোরিয়া

মিস ইউনিভার্স প্রতিযোগিতার ৭২তম আসরের বিজয়ীর মুকুট উঠল ডেনমার্কের ভিক্টোরিয়া কজেয়ার থেইলভিগের মাথায়। তাকে সেরার মুকুট পরিয়ে দেন মিস নিকারাগুয়া, শেনিস প্যালাসিওস। 

প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেছেন নাইজেরিয়ার চিদিনমা আদেতশিনা। যেখানে দ্বিতীয় রানারআপ হয়েছেন মেক্সিকোর মারিয়া ফার্নান্দা বেলট্রান।

মেক্সিকো সিটিতে অনুষ্ঠিত বার্ষিক এই সৌন্দর্য প্রতিযোগিতায় বিশ্বের ১২০ জনেরও বেশি প্রতিযোগীকে পেছনে ফেলে বিজয়ী হয়েছেন ভিক্টোরিয়া। মিস ইউনিভার্স মুকুট জিতে ইতিহাস গড়েছেন তিনি। কারণ তিনি এই প্রতিযোগিতায় প্রথম ডেনিশ বিজয়ী।

২১ বছর বয়সী ভিক্টোরিয়া একজন প্রতিযোগিতামূলক নৃত্যশিল্পী, উদ্যোক্তা এবং উচ্চাকাঙ্ক্ষী আইনজীবী। মুকুটপ্রাপ্তির আগে দর্শকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘যেখান থেকেই আসুন না কেন, লড়াই চালিয়ে যান। আমি এখানে দাঁড়িয়েছি কারণ আমি পরিবর্তন চাই, ইতিহাস গড়তে চাই, এবং আজ রাতে আমি সেটাই করছি।’

৭২ বছর ধরে চলছে মিস ইউনিভার্স প্রতিযোগিতা। এবারই প্রথম ২৮ বছরের বেশি বয়সী নারীদের অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়। নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় গর্ভবতী নারী, মা, এবং বিবাহিত নারীদের অংশগ্রহণেও।

শেয়ার করুন: