April 20, 2025
আন্তর্জাতিক

মিসরে সাড়ে ৩ হাজার বছর আগের শাসকের সমাধির সন্ধান

প্রায় শত বছর পর মিসরে আরও এক ফারাওয়ের সমাধির সন্ধান মিলেছে। বৃটিশ-মিশরীয় প্রত্নতাত্ত্বিকদের ধারণা, এটি রাজা দ্বিতীয় থুতমোসের সমাধি। তিনি প্রায় সাড়ে ৩ হাজার বছর আগে রাজত্ব করতেন রাজা দ্বিতীয় থুতমোস।

দেশটির লুকসোর শহরের কাছে থিবান নেক্রোপলিসের পশ্চিম উপত্যকায় এই সমাধি আবিষ্কার করেন গবেষকরা। সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, রাজা দ্বিতীয় থুতমোসের এই সমাধির মাধ্যমে অষ্টাদশ মিশরীয় রাজবংশের সব রাজকীয় সমাধির খোঁজ মিলল।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ব্রিটেন ও মিসরের যৌথ উদ্যোগে আবিষ্কৃত স

মন্ত্রণালয় থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, রাজাদের উপত্যকার (দ্য ভ্যালি অব কিংস) পশ্চিমে মিসরের ১৮তম রাজবংশের ফারাও দ্বিতীয় থুতমোসের সমাধি পাওয়া গেছে। ১৯২২ সালে রাজা তুতানখামুনের পর এই প্রথম কোনো রাজ সমাধি আবিষ্কৃত হলো।

সমাধির ওপর অ্যালাব্যাস্টার পাত্রে রাজা দ্বিতীয় থুতমোস ও তার স্ত্রী রানি হাতশেপসুতের নাম খোদাই করা ছিল। এটার কারণেই প্রত্নতাত্ত্বিকরা সমাধির পরিচয় নিশ্চিত করতে সক্ষম হন। উল্লেখ্য, মিসরের রাজবংশে শাসনক্ষমতা পাওয়া স্বল্প সংখ্যক নারীর মধ্যে একজন ছিলেন এই রানি হাতশেপসুত।

সমাধির ভেতরে রাজকীয় অন্ত্যেষ্টিক্রিয়া সামগ্রীর কিছু অংশ, নীল লিপি, হলুদ তারা এবং ধর্মীয় লেখাযুক্ত মর্টারের টুকরোও উদ্ধার করা হয়েছে বলে মন্ত্রণালয় জানিয়েছে।

রাজা দ্বিতীয় থুতমোস তুতেনখামেনের পূর্বপুরুষ। প্রায় সাড়ে তিন হাজার বছর আগে তিনি রাজত্ব করেছেন। ফ্যারাও হাটসেপসুট হাতেগোনা কয়েকজন মিশরীয় রানির মধ্যে একজন যিনি নিজেই নিজের সাম্রাজ্য পরিচালনা করেছেন। হাটসেপসুট রাজা দ্বিতীয় থুটমোসের সৎ বোন এবং স্ত্রী ছিলেন। তার সমাধির প্রবেশপথ ২০২২-এ আবিষ্কৃত হয়। তখন মনে করা হয়েছিল, সেটি তার কোনো এক রানির সমাধিগৃহ।

মিসরের পুরাতাত্ত্বিক মন্ত্রণালয় জানিয়েছে, বন্যার ফলে সমাধির ক্ষতি হয়েছে। প্রত্নতাত্ত্বিকদের দল তা সংরক্ষণের চেষ্টা চালাচ্ছেন। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে বন্যার কারণে সমাধিকক্ষের সামগ্রী অন্য জায়গায় স্থানান্তর করা হয়েছিল।

শেয়ার করুন: