মির্জা ফখরুলের ভুয়া চেকের ছবি ছড়ানোয় ৫০০ কোটি টাকার মানহানি মামলা
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কটাক্ষ করে ভুয়া চেকের ছবি দিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় ঠাকুরগাঁও অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জয়নাল আবেদীন বাদী হয়ে এ মামলা দায়ের করেন। এ সময় তিনি জানান, যাচাই-বাছাই না করে একজন সম্মানী ব্যক্তিকে কটাক্ষ করে সম্মানহানি করতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া চেকের ছবি দেওয়া হয়েছে। যা অত্যান্ত নিন্দনীয়। তাই দুপুরে ঠাকুরগাঁও অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রমেশ কুমার দাগার বরাবরে মামলার কাগজপত্র দাখিল করা হয়। আশা করা হচ্ছে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
এ মামলায় ফেসবুক ব্যবহারকারী মেহেদী হাসান রনি নামে একজনকে আসামি করে ৫০০ কোটি টাকার মানহানি মামলা করা হয়। মেহেদী হাসান রনির রংপুর জেলার পীরগঞ্জ উপজেলা বাজিতপুর গ্রামের আব্দুল বক্করের ছেলে। তিনি রংপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি।
এ সময় জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল হালিমসহ জেলা বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
ঢাকা প্রতিনিধি