July 7, 2025
জাতীয়লেটেস্টশীর্ষ সংবাদ

মালয়েশিয়ায় আটক ব্যক্তিরা জঙ্গি নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

মালয়েশিয়া থেকে ফেরত পাঠানো তিনজনের ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছিল, তারা জঙ্গি নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (৬ জুলাই) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো ভিলেজ পরিদর্শনে এসে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

মালয়েশিয়ায় বেশ কিছু জঙ্গি ধরা হয়েছে এবং বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। আপনাদের বিভিন্ন সংস্থা থেকে দাবি করা হয়েছে বাংলাদেশে কোনো জঙ্গি নেই এই সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মো.জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বাংলাদেশের যে কোনো জঙ্গি নেই এইটার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় একটা প্রেস রিলিজও দিয়েছে। মালয়েশিয়া থেকে তিনজন যারা আসছে তাদের মেইনলি ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে। পুলিশের চিফ যেটা বলেছে ওই পাঁচজনের আসা হয়নি। তাদের সঙ্গে আমাদের সরকারি লেভেলে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। আমরা ইনভেস্টিগেশন করে দেখবো।

আপনারা বাংলাদেশে জঙ্গি খুঁজে পাচ্ছেন কি না জানতে চাইলে তিনি বলেন, বাংলাদেশে এদের (মালয়েশিয়ায় গ্রেফতারকৃতদের) কোনো সম্পৃক্ততা নেই।

মালয়েশিয়ার আইজিপি বলছেন, গ্রেফতারকৃত বাংলাদেশের আইএসের জন্য অর্থ সংগ্রহ করে এই বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সেখানকার আইজিপি কি বলেছেন সেটা আমি জানি না। ওখান থেকে আমরা একটা মেসেজ পেয়েছি, সরকারি লেভেলের কোনো অফিসিয়াল মেসেজ পাই নাই। আমরা যে মেসেজটা পেয়েছি সেটাও কিন্তু একটা প্রেস বিজ্ঞপ্তি দিয়ে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে জানানো হয়েছে।

বিভিন্ন দেশ থেকে যে কথাগুলো আসছে বাংলাদেশের ওপর কোন ধরনের তকমা লাগানোর থ্রেট কি না জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় আপনাদের ভালো বলতে পারবে।

শেয়ার করুন: