মার্চ ফর গাজা: মিছিলের নগরী ঢাকা
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মোনাজাতের মাধ্যমে শেষে হলো গণজমায়েত কর্মসূচি ‘মার্চ ফর গাজা’। ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট’ বাংলাদেশের আয়োজনে এ কর্মসূচি ঘিরে রাজধানী ঢাকা মিছিলের শহরে রূপ নিয়েছিল। ব্যানার ও ফেস্টুন নিয়ে হাজার হাজার মানুষ মিছিল অংশ নিয়েছিলেন। ফিলিস্তিনের পক্ষে স্লোগানে উত্তাল ছিল ঢাকার রাজপথ।
শনিবার (১২ এপ্রিল) বিকেলে এ কর্মসূচি ঘিরে সকাল থেকে দেশের বিভিন্ন স্থান থেকে আসা শুরু করে মানুষ। রাজধানীর বিভিন্ন পয়েন্ট থেকে মিছিলের গন্তব্য ছিল ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান। সকালেই পূর্ণ হয়ে যায় সোহরাওয়ার্দী উদ্যান। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশের এলাকা লোকে লোকারণ্য।
বিকেল চারটার দিকে জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালেক এর দোয়া ও মোনাজাতের মধ্যদিয়ে কর্মসূচি শেষ হয়। এরপর মিছিলের মত সারা ঢাকায় ছড়িয়ে পড়ে ফিলিস্তিনের পক্ষে সংহতি প্রকাশকারী জনতা।
লাখ লাখ নারী-পুরুষের এ কর্মসূচিতে সংহতি প্রকাশ ও যাতায়াতে মিছিলের নগরীতে রূপ নিয়েছে ঢাকা। সবার কণ্ঠে একই সুর ফিলিস্তিন ফিলিস্তিন, জিন্দাবাদ জিন্দাবাদ। জায়নবাদী ইসরায়েল, নিপাত যাক-নিপাত যাক। ‘ফ্রম দ্য রিভার টু সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি’।