মার্কিন কূটনীতিককে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টের সঙ্গে দেখা করতে দেয়নি নাইজারের জান্তা সরকার
নাইজারের জান্তা সরকার অনুমতি না দেওয়ায় দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজোমের সঙ্গে দেখা করতে পারেননি যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত উপপররাষ্ট্রমন্ত্রী ভিক্টোরিয়া নুল্যান্ড। এদিকে দেশটিতে গণতন্ত্র ফেরানোর যে আহ্বান তিনি জানিয়েছেন, তা–ও প্রত্যাখ্যাত হয়েছে।
ভিক্টোরিয়া নুল্যান্ড মূলত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের রাজনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন। নাইজার সফরে গিয়ে গতকাল সোমবার রাজধানী নিয়ামে দেশটির নতুন সেনাপ্রধান মৌসা সালাউ বারমোসহ কয়েকজন সেনা কর্মকর্তার সঙ্গে বৈঠক করেন তিনি। দুই ঘণ্টার এ বৈঠক ‘কঠিন’ ছিল উল্লেখ করে নুল্যান্ড বলেছেন, ‘তাঁদের মধ্যে খোলামেলা আলোচনা হয়েছে।’
বৈঠক শেষে ভিক্টোরিয়া ন্যুল্যান্ড সাংবাদিকদের বলেন, তিনি নাইজারের স্বঘোষিত প্রেসিডেন্ট জেনারেল আব্দুর রহমান চিয়ানি এবং সেনা অভ্যুত্থানে ক্ষমতা থেকে অপসারিত হয়ে বর্তমানে গৃহবন্দী প্রেসিডেন্ট মোহাম্মদ বাজোমের সঙ্গে দেখা করতে চাইলেও তাঁকে অনুমতি দেওয়া হয়নি।
নাইজারে গত ২৬ জুলাই সেনা অভ্যুত্থানে ক্ষমতার পালাবদল ঘটে। অভ্যুত্থানে নেতৃত্ব দেন দেশটির প্রেসিডেনশিয়াল গার্ডের সদস্যরা। অভ্যুত্থানের পর নাইজারের প্রেসিডেনশিয়াল গার্ডের প্রধান আবদুর রহমান চিয়ানি নিজেকে দেশটির অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ঘোষণা করেছেন।
এদিকে পশ্চিম আফ্রিকার দেশগুলোর জোট দ্য ইকোনমিক কমিউনিটি অব ওয়েস্ট আফ্রিকান স্টেটস (ইকোওয়াস) বাজোমের কাছে ক্ষমতা ফিরিয়ে দিতে এক সপ্তাহের আলটিমেটাম দেয়। এর মধ্যে বাজোমের কাছে ক্ষমতা ফিরিয়ে না দিলে নাইজারে সামরিক হস্তক্ষেপের হুমকি দেয় তারা।
ইকোওয়াসের পক্ষ থেকে বেঁধে দেওয়া সময়সীমা গত রোববার শেষ হয়েছে। তবে তার আগেই নাইজারের আকাশসীমা বন্ধ করে দিয়েছেন দেশটির সামরিক নেতারা। একই সঙ্গে জান্তা সরকার পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছে, নাইজারের সশস্ত্র বাহিনী দেশ রক্ষার লড়াইয়ের জন্য প্রস্তুত রয়েছে।
ইন্টারন্যাশনাল ডেস্ক