September 19, 2024
জাতীয়

মাদকের মূল সরবরাহ আসে মিয়ানমার থেকে: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে মাদকের মূল সরবরাহকারী প্রতিবেশী দেশ মিয়ানমার বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ‘টেকনাফের পাশেই মিয়ানমারের অবস্থান। ইয়াবার মূল সাপ্লাইয়ার এই দেশটি।’

বৃহস্পতিবার (১১ জুলাই) মন্ত্রণালয়ের সভাকক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের বার্ষিক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

 
সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে থেকেও কক্সবাজার, টেকনাফ এবং সাভারের বেদেপল্লীতে মাদকের অবাধ সরবরাহ নিয়ন্ত্রণ করতে পারছে না কেন- এমন প্রশ্নে মন্ত্রী মিয়ানমারকেই দোষারোপ করেন। বলেন, ‘আমি মিয়ানমারের রাষ্ট্রপ্রধানের সাথেও দেখা করেছি। তার কাছে আমরা অনুরোধ করেছি। এখন ওই দেশের বর্তমান অবস্থা তো আপনারা জানেন, ওখানে যুদ্ধ চলছে। শুধু আরাকান আর্মি নয়, সেখানে আরও কয়েকটা গ্রুপ যুদ্ধ করছে। কাজেই তাদের সাথে এই মুহূর্তে আমাদের যোগাযোগটা তেমন নেই।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের বিজিবি এবং কোস্টগার্ড সর্বক্ষণিক প্রস্তুত রয়েছে মাদকের এই সাপ্লাই বন্ধ করার জন্য। এছাড়া রোহিঙ্গা ক্যাম্পগুলোতে আমাদের নজরদারি রয়েছে। আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি। আমাদের এপিবিএন, কোস্টগার্ড, বিজিবি এবং র‌্যাপিড একশন ব্যাটেলিয়ন চেষ্টা করে যাচ্ছে জায়গাটা মাদকমুক্ত করার। এছাড়া সাভার বেদেপল্লীতে মাদকের কথা আমি নতুন শুনেছি; এটাও দেখব।’

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরকে ঢেলে সাজানোর কথা বলে মন্ত্রী বলেন, ‘আগে ঠুঁটো জগন্নাথের মতো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর কাজ করত। আমরা এখন দেশজুড়ে এটির ব্যাপ্তি ঘটিয়েছি। সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছি। মাদক নিয়ন্ত্রণে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে আমাদের যুবসমাজকে রক্ষা করা সহজ হবে। 
শেয়ার করুন: