মাত্র ৯ বছর বয়সে বিশ্ব চ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনকে হারাল মুগ্ধ
মাত্র ৯ বছর বয়সেই বিশ্ব দাবার গ্র্যান্ডমাস্টার ও পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে চমক দেখিয়েছে বাংলাদেশের খুদে দাবাড়ু রায়ান রাশিদ মুগ্ধ। রাজধানীর সাউথ পয়েন্ট স্কুলের তৃতীয় শ্রেণির এই ছাত্র শনিবার অনলাইন দাবার জনপ্রিয় প্ল্যাটফর্ম চেস ডট কমে বিশ্ব চ্যাম্পিয়ন কার্লসেনের বিপক্ষে এক অবিশ্বাস্য জয় তুলে নেয়।
চেস ডট কমে খেলতে হলে প্রতিযোগীদের নিজস্ব প্রোফাইল থাকা বাধ্যতামূলক। তবে মুগ্ধের এখনো কোনও ফিদে টাইটেল বা চেস ডট কম প্রোফাইল না থাকায় জাতীয় দলের দাবাড়ু ও তার কোচ নাঈম হকের প্রোফাইল ব্যবহার করেই অংশ নেয় সে। সৌভাগ্যক্রমে, সফটওয়্যার-নির্ধারিত পেয়ারিংয়ে ম্যাগনাস কার্লসেনের মুখোমুখি হয় মুগ্ধ এবং রোমাঞ্চকর এক ম্যাচে জয় ছিনিয়ে নেয়।
মুগ্ধ যে ম্যাচটি খেলেছে, সেটি ছিল বুলেট গেম। এই ফরম্যাটে প্রতিটি খেলোয়াড়ের হাতে থাকে মাত্র এক মিনিট। এত কম সময়ে প্রতিপক্ষকে পরাজিত করা যেখানে বড় বড় দাবাড়ুর জন্য চ্যালেঞ্জিং, সেখানে মুগ্ধের জয় রীতিমতো অবিশ্বাস্য।
বাংলাদেশ অনূর্ধ্ব-১০ জুনিয়র দাবা চ্যাম্পিয়নশিপে সাফল্যের পর মুগ্ধ ইতোমধ্যে নিজের প্রতিভার প্রমাণ দিয়েছে। গত ডিসেম্বরে ব্যাংককে অনুষ্ঠিত এশিয়ান স্কুল দাবা প্রতিযোগিতাতেও অংশ নেয় এই প্রতিভাবান দাবাড়ু। তবে মুগ্ধ থেমে থাকার পাত্র নয়। তার স্বপ্ন একদিন বাংলাদেশের হয়ে গ্র্যান্ডমাস্টার হওয়া।
এত কম বয়সে ম্যাগনাস কার্লসেনের মতো গ্র্যান্ডমাস্টারকে পরাজিত করা শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বের দাবা অঙ্গনের জন্যও এক অনন্য নজির। মুগ্ধের কোচ নাঈম হক মনে করেন, সঠিক দিকনির্দেশনা পেলে মুগ্ধ বাংলাদেশের দাবার ইতিহাসে একটি উল্লেখযোগ্য নাম হয়ে উঠবে।
ছোট্ট এই দাবাড়ুর সাফল্য দেশের দাবার ভবিষ্যৎকে যে নতুন আলো দেখিয়েছে, তা বলাই বাহুল্য। এখন শুধু প্রয়োজন যথাযথ সুযোগ এবং পৃষ্ঠপোষকতা।