April 4, 2025
খেলাধুলা

মাঠে অনৈতিক আচরণ, এমবাপ্পেকে ৩৫ লাখ টাকা জরিমানা

উয়েফার শাস্তির মুখোমুখি হয়েছেন রিয়াল মাদ্রিদের তিন তারকা কিলিয়ান এমবাপ্পে, আন্তোনিও রুডিগার ও দানি সেবায়োস। আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে শেষ ষোলোতে জয়ের পর মাঠে অনৈতিক আচরণের অভিযোগে তাদের জরিমানা করেছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা।

গত মাসে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে শেষ ষোলোতে জয়ের পর মাঠে অনৈতিক আচরণের অভিযোগে এমবাপ্পে, রুডিগার, ভিনিসিয়ুস জুনিয়র ও সেবায়োসের বিরুদ্ধে তদন্ত শুরু করেছিল ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা।

তদন্ত শেষে শুক্রবার উয়েফা জানায়, ভিনিসিয়ুস জুনিয়রের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। তবে রুডিগার, এমবাপ্পে ও সেবায়োস উয়েফার শৃঙ্খলাবিধির ১১(২)(বি) অনুচ্ছেদ অনুযায়ী “নৈতিক আচারের মৌলিক নিয়ম লঙ্ঘন” করেছেন।

ফলে ফ্রান্সের ফরোয়ার্ড এমবাপ্পেকে ২৫ হাজার পাউন্ড (প্রায় ৩৫ লাখ টাকা) এবং জার্মান ডিফেন্ডার রুডিগারকে ৩৫ হাজার পাউন্ড (প্রায় ৫০ লাখ টাকা) জরিমানা করা হয়েছে।

স্পেনের মিডফিল্ডার সেবায়োসকে গুনতে হবে ১৭ হাজার পাউন্ড (প্রায় ২৪ লাখ টাকা)।

উয়েফার শাস্তির মুখোমুখি হলেও চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে আর্সেনালের বিপক্ষে খেলতে পারবেন রিয়াল মাদ্রিদের তিন তারকা কিলিয়ান এমবাপ্পে, আন্তোনিও রুডিগার ও দানি সেবায়োস।

তবে নিষেধাজ্ঞা স্থগিত থাকায় আগামী ৮ এপ্রিল এমিরেটস স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আর্সেনালের বিপক্ষে মাঠে নামতে পারবেন তাঁরা। ফিরতি লেগ ১৬ এপ্রিল, রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে।

শেয়ার করুন: