November 25, 2024
জাতীয়লেটেস্টশীর্ষ সংবাদ

ভোটের দিন সকালে কেন্দ্রে যাবে ব্যালট

অবশেষে ভোটগ্রহণের দিন সকালে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে হাওড়, পার্বত্য ও যেসব দুর্গম এলাকায় সকালে পাঠানো সম্ভব হবে না, সেগুলোর বিষয়ে কমিশনের অনুমতি নিয়ে পদক্ষেপ নেওয়া হবে।

সোমবার (১৮ ডিসেম্বর) এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করেছে নির্বাচন কমিশন।

এর আগে নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান জানিয়েছিলেন, দুর্গম ও দ্বীপাঞ্চল ছাড়া যেসব জায়গায় যোগাযোগব্যবস্থা ভালো, সেখানে ভোটের দিন সকালে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার পাঠানো হবে।

গত ১৬ নভেম্বর ইসি সচিব মো. জাহাংগীর আলম আগারগাঁওয়ে কমিশন ভবনে সাংবাদিকদের জানিয়েছিলেন, নির্বাচনের তিন-চার দিন আগে জেলা পর্যায়ে ব্যালট পেপার চলে যাবে।

শেয়ার করুন: