September 3, 2025
জাতীয়লেটেস্টশীর্ষ সংবাদ

ভৈরবে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১২

কিশোরগঞ্জেরভৈরব জংশনের আগে জগন্নাথপুর রেল ক্রসিং এলাকায় দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এ সংঘর্ষে অন্তত ১২ জন নিহত হয়েছে বলে জানা গেছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা করা হচ্ছে।

এ ঘটনায় আরও অনেকে আহত হয়েছে বলে জানিয়েছেন কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ।

আজ সোমবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জগন্নাথপুর রেল ক্রসিং এলাকায় কন্টেইনারবাহী ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী এগারসিন্দুর ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হলে এ হতাহতের ঘটনা ঘটে।

বেশ কয়েকজন যাত্রী বলেন, ভৈরব জংশনে আসার পর একটি মালবাহী ট্রেন এগারসিন্ধু ট্রেনটিকে ধাক্কা দেয়। এরপর ট্রেনটির তিনটি বগি লাইনচ্যুত হয়। এর ফলে ওই লাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। তারা ট্রেনের ভেতরে আটকেপড়াদের উদ্ধারের চেষ্টা করছেন।

শেয়ার করুন: