November 16, 2024
খেলাধুলা

ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামার আগে যে কারণে সতর্ক ব্রাজিল

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আজ রাতে মাঠে নামবে ব্রাজিল। ভেনেজুয়েলার বিপক্ষে খেলবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। মাতুরিনের মনুমেন্তাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৩টায় মাঠে নামবে দুই দল। শক্তির বিচারে ব্রাজিলের চেয়ে বেশ পিছিয়েই আছে ভেনেজুয়েলা। তবে এই ম্যাচ নিয়েও বেশ সতর্ক সেলেসাওদের কোচ।

তথ্য প্রযুক্তির প্রভূত উন্নতির সাথে সাথে সারা বিশ্বেই পরিবর্তন এসেছে, বিশ্বায়নের এ যুগে ফুটবলেও এসেছে নানান রকম পরিবর্তন, ফলে বড় দলগুলোর সঙ্গে ছোট দলগুলোর যে পার্থক্য ছিল তাও বেশ কমে এসেছে।

র‍্যাঙ্কিংয়ে ৪৪তম স্থানে থাকা ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচের আগে তাই বেশ সতর্ক অবস্থানে দরিভাল দরিভাল জুনিয়র। তিনি বলেছেন, ফুটবলের ‘ওয়ার্ল্ড অর্ডারে’ পরিবর্তন এসেছে, এ কারণে কোনো দলকেই সহজভাবে নেয়ার উপায় নেই।

তিনি বলেন, ‘মনে হয় না ম্যাচটা সহজ হবে। ভেনেজুয়েলা ও বলিভিয়ার কথা ভুলে যান, এই মুহূর্তে (ফুটবলের) বৈশ্বিক ক্রম বদলে যাচ্ছে।’

দক্ষিণিণ আমেরিকান ফুটবল অনেক এগিয়েছে জানিয়ে সেলেসাওদের কোচ আরও বলেন, ‘দক্ষিণ আমেরিকান ফুটবল সব মিলিয়ে অনেক এগিয়েছে। বেশির ভাগ জাতীয় দলে তাকালে দেখবেন, খেলোয়াড়েরা বিশ্বের বিভিন্ন দলে খেলছে। এটা কিছুদিন আগেও দেখা যায়নি।’

ফুটবলের বৈশ্বিক ক্রমে পরিবর্তন আসার কারণেই সব ম্যাচই এখন প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ হচ্ছে জানিয়ে দরিভাল আরও বলেন, ‘শীর্ষ দলগুলোর উন্নতির খুব বেশি জায়গা নেই। কিন্তু নিচু সারির দলগুলো বড় বড় পদক্ষেপে এগোচ্ছে। এতে পার্থক্যটা অনেক কমেছে এবং ম্যাচগুলোও হয়ে উঠছে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।’

শেয়ার করুন: