April 19, 2025
আঞ্চলিকলেটেস্ট

ভেড়ামারায় পাটকলকর্মীর লাশ উদ্ধার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় এক পাটকলকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের হোসেনপুর-দলুয়ার মধ্যবর্তী মাঠ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

লাশ উদ্ধার হওয়া কর্মীর নাম রাশেদুল ইসলাম (৪২)। তিনি দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের গাছেরদিয়ার গ্রামের মৃত পিয়ার প্রামাণিকের ছেলে। তিনি ভেড়ামারার ১২ মাইলে অবস্থিত আল-আমীন জুট মিলের স্টোরকিপার পদে কর্মরত ছিলেন।

পুলিশ ও জুট মিল সূত্রে জানা যায়, রাশেদুল ইসলাম গতকাল শনিবার রাত ১০টার দিকে কর্মস্থল থেকে বের হন। এর পর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। আজ ভোরে ভেড়ামারার হোসেনপুর-দলুয়ার মধ্যবর্তী মাঠে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে সকাল ১০টার দিকে লাশটি উদ্ধার করে।

নিহত রাশেদুলের মামা ও পাটকলটির মালিক এসতারুল হক বলেন, রাশেদুল পাটকলের স্টোরকিপার পদে চাকরি করতেন। তিনি কারখানার আবাসিক এলাকায় থাকতেন। গতকাল রাত ১০টায় পাটকল থেকে বের হন। এর পর থেকে তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে সকালে তাঁর লাশ উদ্ধার করা হয়।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহুরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ওই ব্যক্তির হত্যার বিষয়ে বিভিন্নজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। লাশটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কুষ্টিয়া প্রতিনিধি

শেয়ার করুন: