ভুটানে ‘শ্বাসকষ্টে’ বাংলাদেশের ফুটবলাররা
ভুটানের থিম্পুতে মাঠের লড়াইয়ের পাশাপাশি প্রতিপক্ষের চিন্তায় থাকে উচ্চতা। সেই উচ্চতার সঙ্গে মানিয়ে নিতে বাংলাদেশ ফুটবল দল ৬ দিন আগে ভুটানে পৌঁছেছে। পৌঁছানোর দুই দিন পরেও বাংলাদেশ দল উচ্চতার কারণে শ্বাসকষ্টের সমস্যায় পড়েছে খানিকটা।
বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূইয়া আজ অনুশীলন শেষে এক ভিডিও বার্তায় বলেন, ‘আজ প্রথম অনুশীলন করলাম। মাঠ অনেক গতিময়। সবার শ্বাস নিতে একটু সমস্যা হচ্ছে। আরও এক-দুই দিন সময় লাগবে।’ সমুদ্রপৃষ্ঠ থেকে ভুটানের উচ্চতা নিয়ে চিন্তিত থাকেন সফরকারী ফুটবলাররা। বাংলাদেশ ফুটবলাররা সেই সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন। অধিনায়ক জামালের মতো সোহেল রানাও একই সমস্যা অনুভব করছেন।
ভুটানের বিপক্ষে আগামী বৃহস্পতিবার ও রবিবার দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। অধিনায়ক জামাল ভূইয়া স্বাগতিকদের নিয়ে বলেন, ‘ভুটানে মৌসুমের মধ্যবর্তী সময় চলছে। ওদের খেলোয়াড়রা সবাই ফিট আছে। কীভাবে রক্ষণ সামলাতে হবে, কীভাবে আক্রমণ করতে হবে, সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা জানি, এটা ভুটানের হোম গ্রাউন্ড, তো আমাদের একটু বেশি খেয়াল করতে হবে (সতর্ক থাকতে হবে)।’
তিন মাস পর বাংলাদেশ ফুটবল দল মাঠে নামছে। ডিফেন্ডার রহমত মিয়া তাই চিন্তিতও, ‘তিন মাস বিরতি দিয়ে আমরা জাতীয় দলে যোগ দিয়েছি, যেহেতু সবার ফিটনেস আপ টু দ্য মার্ক নয়, সবাই চেষ্টা করছি এখানকার আবহাওয়া ও কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে। যেহেতু আর্টিফিশিয়াল টার্ফে খেলা, স্বভাবতই আমরা ঘাসের মাঠে খেলে অভ্যস্ত, ফলে মানিয়ে নিতে আমাদের একটু সমস্যা হচ্ছে। তবে এই টার্ফের সঙ্গে মানিয়ে নিয়ে কীভাবে আমরা ভালো করতে পারি, কোচিং স্টাফরা সেটা নিয়ে কাজ করছেন।’