September 18, 2025
জাতীয়লেটেস্টশীর্ষ সংবাদ

ভারতে যাওয়ার সময় ইডেন কলেজ ছাত্রলীগের নেত্রী আটক

ভারতে যাওয়ার পথে বেনাপোল ইমিগ্রেশন থেকে ঢাকার ইডেন কলেজের ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সুস্মিতা পান্ডে ও তার ছোট ভাইকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।

সোমবার (১৩ জানুয়ারি) বিকেলে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন থেকে তাকে আটক করা হয়।

আটক সুস্মিতা পান্ডে ও সত্যজিৎ পান্ডে মাগুরা সদর এলাকার ঢাকা রোডের স্বপন পান্ডের ছেলে ও মেয়ে।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আহম্মেদ জানান, দুপুরে ভারতে যাওয়ার জন্য বেনাপোল ইমিগ্রেশনে প্রবেশ করার পর তাদের সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। এসময় তাদের জিজ্ঞাসাবাদ করলে সুস্মিতা পান্ডে শিকার করেন সে  ঢাকা ইডেন কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। এবং তিনি ঢাকার নিউ মার্কেট এলাকার একটি হত্যা মামলার আসামি। এসময় তাদের আটক করে বেনাপোল পোর্ট  থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।

শেয়ার করুন: