ভারতে বিতর্কিত ওয়াকফ বিরোধী বিল আন্দোলনে তিনজন নিহত
ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে বিতর্কিত ওয়াকফ বিল বিরোধী আন্দোলনে তিনজন নিহত হয়েছেন। মুসলিমদের ওয়াকফকৃত সম্পত্তি নিয়ে বিতর্কিত এ বিলটি গত সপ্তাহে ভারতে আইনে পরিণত হয়। এরপর এ নিয়ে ক্ষোভে ফুঁসে ওঠেন দেশটির বিভিন্ন অঞ্চলের মানুষ। তারা বিক্ষোভ করতে থাকেন। এরমধ্যে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে তিনজন নিহত হলেন।
শনিবার (১২ এপ্রিল) এ তথ্য জানিয়েছে স্থানীয় পুলিশ। গতকাল শুক্রবার মুর্শিদাবাদে পুলিশ ও মুসল্লিদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশের অতিরিক্ত মহাপরিচালক জাওয়েদ শামীম বলেছেন, তিনজনের মধ্যে দুজন সংঘর্ষে, অপরজন গুলিতে নিহত হন।
পরিবেশ উত্তপ্ত থাকায় কলকাতা হাইকোর্ট জঙ্গিপুরে কেন্দ্রীয় বাহিনীর সদস্যদের মোতায়েনের নির্দেশ দিয়েছে।
অপরদিকে ত্রিপুরার উনাকোতিতে আজ পুলিশের সঙ্গে এই বিতর্কিত বিল নিয়ে সংঘর্ষ হয়েছে। সেখানে অন্তত ১৮ পুলিশ সদস্য আহত হয়েছেন বলে দাবি করা হচ্ছে।
এমন সংঘর্ষের মধ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন, তিনি তার রাজ্যে মোদি সরকারের পাস করা এই বিল কার্যকর করবেন না। তিনি সাধারণ মুসল্লিদের আন্দোলন থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন।
মাইক্রো ব্লগিং সাইট এক্সে মমতা লিখেছেন, “এ ব্যাপারে আমরা আমাদের অবস্থান পরিষ্কার করেছি— আমরা এ আইনকে সমর্থন করি না। এটি আমাদের রাজ্যে কার্যকর হবে না। তাহলে এই সংঘর্ষ কিসের জন্য?”
গতকাল পশ্চিমবঙ্গের অন্যান্য অঞ্চল মালদা, উত্তর ২৪ পরগণা ও হুগলিতেও সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সময় পুলিশের গাড়িসহ একাধিক যানবাহনে আগুন দেন বিক্ষোভকারীরা। তাদের থামাতে পুলিশ সরাসির গুলি ছুড়েছে এমন অভিযোগ উঠেছে।