ভারতে অস্ত্র তৈরির কারখানায় বিস্ফোরণে নিহত ৮
ভারতের মহারাষ্ট্রের ভান্ডারা জেলায় একটি অস্ত্র কারখানায় বিস্ফোরণের ঘটনায় অন্তত আটজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করী।
শুক্রবার (২৪ জানুয়ারি) এর প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
কারখানায় বিস্ফোরণে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করী। তিনি বলেছেন, ‘ভান্ডারায় অস্ত্র কারখানায় একটি বড় দুর্ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে জানা গেছে, এ ঘটনায় আটজন মারা গেছেন এবং আরও সাতজন আহত হয়েছেন।’
‘দুর্ভাগ্যজনক ঘটনায়’ যারা প্রাণ হারিয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাতে জনগণকে এক মিনিট নীরবতা পালন করতে বলেন তিনি।
ভারতীয় সংবাদসংস্থা এএনআই সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে নাগপুরের কাছে জওহর নগরের ওই অস্ত্র কারখানায় বিস্ফোরণ হয়। এতে কেঁপে ওঠে পুরো এলাকা এবং কালো ধোঁয়ায় চারদিক ঢেকে যায়। স্থানীয়দের দাবি, ঘটনাস্থল থেকে পাঁচ কিলোমিটার দূরের এলাকাতেও বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে।
ভান্ডারার জেলা প্রশাসক সঞ্জয় কোলতে জানিয়েছেন, বিস্ফোরণের কিছুক্ষণের মধ্যেই উদ্ধারকারী দল এলাকায় পৌঁছেছে। ধ্বংসস্তূপে উদ্ধারকাজ শুরু করেছে তারা। বিস্ফোরণে ধসে পড়েছে কারখানার একটি ছাদ। এর নিচে অন্তত ১২ জন আটকে পড়েছেন বলে মনে করা হচ্ছে। এখনও পর্যন্ত তাদের মধ্যে দুজনকে উদ্ধার করা হয়েছে। বাকিদেরও ধ্বংসস্তূপ থেকে বের করে আনার চেষ্টা চলছে। কংক্রিটের চাঁই সরাতে আনা হয়েছে জেসিবি। তবে তাদের মধ্যে কত জন বেঁচে আছেন, তা এখনও বোঝা যাচ্ছে না।
কারখানা কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, বিস্ফোরণের সময় ওই কারখানার ভিতরে ১৪ জন কর্মী ছিলেন। তাদের মধ্যে দুজনকে জীবিত বের করে আনা হয়েছে।