ভারতের বিপক্ষে ব্যাটিংয়ে আফগানিস্তান
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে দাপুটে জয় পেয়েছে ভারত। আজ আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে বিরাট কোহলিদের প্রতিপক্ষ আফগানিস্তান। বাংলাদেশের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে পরাজিত হওয়া আফগানরা আজ দিল্লীর অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি স্বাগতিকদের। এ ম্যাচে আজ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি।
আফগানিস্তানের বিপক্ষে এ ম্যাচে আজ একাদশে এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে ভারত। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে দলে ছিলেন অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বীন। তবে আজ আফগানদের বিপক্ষে দলে নেই তিনি। তাঁর পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন শার্দুল ঠাকুর।
অপরদিকে ভারতের বিপক্ষে ম্যাচে আজ অপরিবর্তিত একাদশ নিয়েই খেলবে আফগানিস্তান।
ভারত একাদশ :
রোহিত শর্মা (অধিনায়ক), ইশাণ কিষাণ, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়্যার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, জস্প্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজ।
আফগানিস্তান একাদশ:
রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি, মোহাম্মদ নবী, নাজিবুল্লাহ জাদরান, আজমতউল্লাহ ওমারজাই, রশিদ খান, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি, নাভিন উল হক।