May 18, 2025
আন্তর্জাতিক

ভারতের উত্তর প্রদেশে ৯০ বাংলাদেশিকে আটকের দাবি

ভারতের উত্তর প্রদেশের মথুরা থেকে ৯০ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে দেশটির পুলিশ। খবর- দি ইন্ডিয়ান এক্স

সংবাদ মাধ্যমটি দাবি করে, মথুরায় দীর্ঘদিন ধরে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীরা বসবাস করছিল। শুক্রবার (১৬ মে) স্থানীয় নৌঝিল থানার খাজপুর গ্রামের ইটভাটা এলাকা থেকে পুলিশ তাদের আটক করে।

মথুরার পুলিশ সুপার (এসএসপি) শ্লোক কুমার জানান, অভিযানের সময় স্থানীয় কিছু ইটভাটায় তল্লাশি চালানো হয়। সেখান থেকে ৩৫ জন পুরুষ, ২৭ জন নারী এবং ২৮ জন শিশুকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদের সময় আটককৃতরা নিজেদের বাংলাদেশি নাগরিক বলে স্বীকার করেছেন এবং বৈধ কোনো কাগজপত্র দেখাতে ব্যর্থ হন।

পুলিশ জানায়, তিন থেকে চার মাস আগে প্রতিবেশী রাজ্যের মাধ্যমে তারা মথুরায় প্রবেশ করেন।

এদিকে আটকদের কাছ থেকে কিছু আধার কার্ড উদ্ধার করা হয়েছে, যা জাল নথির মাধ্যমে তৈরি করা হয়েছিল বলে ধারণা পুলিশের। পুলিশ তাদের সঙ্গে সংশ্লিষ্ট ঠিকাদার এবং সহযোগীদের সন্ধান করছে।

পুলিশ জানিয়েছে, পুরো ঘটনার তদন্ত চলছে এবং শিগগিরই এ বিষয়ে আরও তথ্য উদঘাটন হবে।

শেয়ার করুন: