November 24, 2024
খেলাধুলালেটেস্ট

ভারতকে হারিয়ে হোয়াইটওয়াশ এড়ালো বাংলাদেশ

প্রথম ম্যাচে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরে ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছিল বাংলাদেশের মেয়েরা। এরপর ভারতকে মাত্র ৯৫ রান আটকে দিলেও শেষ পর্যন্ত ৮ রানে হেরে যায় নিগার সুলতানা জ্যোতির দল। তবে তৃতীয় ও শেষ ম্যাচে ভুল করলো না বাংলার মেয়েরা। ভারতকে ৪ উইকেটে হারিয়ে হোয়াইটওয়াশ এড়িয়েছে বাংলাদেশ।

বৃহস্পতিবার (১৩ জুলাই) টস জিতে প্রথমে ব্যাট করতে নামে ভারত। ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় তারা। দলীয় ২০ রানে জোড়া উইকেট হারায় ভারত। এরপর জেমিমাহ রদ্রিগেজ ও হারমানপ্রীত কর মিলে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন।

দলীয় ৬৫ রানে ২৬ বলে ২৮ রান করে সাজঘরে ফিরে যান রদ্রিগেজ। এরপর দলীয় ৯১ রানে ৪১ বলে ৪০ রান করে হারমানপ্রীত আউট হলে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ভারত।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০২ রান সংগ্রহ করে ভারত। বাংলাদেশের পক্ষে রাবেয়া খান ৩টি ও সুলতানা খাতুন নেন ২টি উইকেট।

১০৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে যায় বাংলাদেশ। তবে ওপেনার শামিমা সুলতানা ও অধিনায়ক নিগার সুলতানার ব্যাটে ভর করে চাপ সামাল দেয় বাংলাদেশ।

দলীয় ৬২ রানে নিগার ২০ বলে ১৪ রান করে আউট হলেও দলের পক্ষে জয়ের ভীত গড়ে দেন শামিমা।  এরপর দলীয় ৬৯ রানে স্বর্না ও দলীয় ৮৫ রানে সুলতানা ও শামিমার উইকেট হারায় বাংলাদেশ।

তবে রিতু মনি ও নাহিদা আক্তারের ব্যাটে ১০ বল হাতে রেখে ৪ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলার মেয়েরা। দলের পক্ষে শামিম সর্বোচ্চ ৪৬ বলে ৪২ রান করেন। ভারতের পক্ষে মিন্নু মানু ও দেবিকা বিদ্যা নেন ২টি করে উইকেট।

শেয়ার করুন: