ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ে নজিরবিহীন সংকট দেখল স্পেন
স্পেনসহ পুরো আইবেরিয়ান উপদ্বীপে ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ে থেমে গিয়েছিলো স্বাভাবিক জীবযাত্রা। গতকাল সোমবার (২৮ এপ্রিল) অন্যান্য স্বাভাবিক দিনের মতো যখন সবকিছু ঠিকঠাক চলছিলো ঠিক তখন দুপুর ১২টা ৩০ মিনিটে হঠাৎ করে একযোগে বিদ্যুৎ সংযোগ চলে গিয়ে বিপর্যয়ের মুখে পড়ে স্পেন। স্পেনের মতো বড় সংকটে পড়ে পর্তুগালও। তবে পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক।
প্রায় ৯৯ দশমিক ১৬ শতাংশ এলাকায় বিদ্যুৎ সংযোগ ফিরে এসেছে বলে জানিয়েছে স্পেনের বিদ্যুৎ সংস্থা রেড ইলেকট্রিকা। তবে বিদ্যুৎ সংযোগ ফেরানো হলেও বিদ্যুৎ বিপর্যয়ের কারণে যে নেতিবাচক প্রভাব পড়েছে স্পেনে সেটা স্বাভাবিক করতে আরও সময় লাগবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
অপরদিকে পর্তুগালের বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হতে অন্তত এক সপ্তাহ সময় লেগে যেতে পারে। তবে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ মঙ্গলবারের (২৯ এপ্রিল) মধ্যে বিদ্যুৎ সংযোগ পুরোপুরি স্বাভাবিক হবে।
এরআগে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় সঙ্গে সঙ্গে চরম ট্রাফিক ও টেলিযোগাযোগ ব্যবস্থার বিপর্যয়ের মুখে পড়েছিল স্পেন। ইলেকট্রিক মেট্রো, ট্রেন সার্ভিস মুহূর্তের মধ্যে বন্ধ হয়ে যায়। মাটির নিচে চলা মেট্রো সার্ভিস হঠাৎ বন্ধ হয়ে যাওয়ার কারণে টানেলের ভেতর আটকা পড়েন যাত্রীরা। যাদের পরবর্তীতে উদ্ধারকর্মীরা উদ্ধার করেন। রাস্তার ট্রাফিক লাইট বন্ধ হয়ে যাওয়ার কারণে চরম ট্রাফিক জ্যামসহ, অনেক সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটে।
বিমানবন্দরেও বিমান চলাচলে বিপর্যয় দেখা দেয়। বিদ্যুৎ বিভ্রাটের প্রভাবে প্রায় ৩০০ এর বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে স্পেনে।
টেলিযোগাযোগ, মোবাইল ইন্টারনেট যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার কারণে বিদ্যুৎ অন্ধকারের সাথে মানুষ তথ্যসরবরাহের অন্ধকারেও ডুবে ছিলো। এ সময় রেডিওর দিকে ঝুঁকেন মানুষ। স্পেনে এই দিন দোকানগুলোতে রেকর্ড সংখ্যক রেডিও বিক্রি হয়েছে বলে জানা গেছে।
বিদ্যুৎ না থাকার ব্যাপক বিশৃঙ্খলার কারণে স্পেনে জরুরি অবস্থা চলছে। শৃঙ্খলা বজায় রাখার জন্য সোমবার থেকেই প্রায় ৩০ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনার ২৪ ঘন্টা পার হলেও দেশটি এখনো নিশ্চিত হতে পারেনি কেন ঘটেছে এমন ঐতিহাসিক বিদ্যুৎ বিপর্যয়। অনেকেই ধারণা করেছিলেন, সাইবার আক্রমনের কারণেই স্পেন, পর্তুগাল ও ফ্রান্সের আংশিক বিদ্যুৎ বিপর্যয় হতে পারে। তবে স্পেন ও পর্তুগাল উভয় দেশ জানিয়েছে সাইবার আক্রমণের কোনো প্রমাণ তারা পায়নি।
ইউরোপের বিদ্যুৎ সংস্থা ইউরেলেকট্রিকের কর্মকর্তা ক্রিস্টিয়ান রুবি রেডিও ফোরের ‘দ্য ওয়ার্ল্ড টুনাইট’কে বলেছেন, ফ্রান্স ও স্পেনের মধ্যে যে সঞ্চালন লাইন রয়েছে, সেটিতে বড় ধরনের ত্রুটি দেখা দিয়েছে। তবে এই সমস্যার সূত্রপাত হিসেবে স্পেনের ধারণা ফ্রান্স ও স্পেনের মধ্যে যে বিদ্যুৎ সঞ্চালন লাইন রয়েছে সেটিতে বড় ত্রুটির কারণে এ বিপর্যয় ঘটেছে।