February 25, 2025
খেলাধুলা

ব্যাটে রান নেই, তবুও বাবর আজমের রেকর্ড

আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার বাবর আজম। পাকিস্তানের সাবেক এই অধিনায়ক দীর্ঘদিন ধরেই রান খরায়। টেস্টের পাশাপাশি সাদা বলের দুই ফরম্যাটেও ছন্দহীন তিনি। পাকিস্তানের হয়ে ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরির মালিক তিনি অথচ সবশেষ ২১ ইনিংসে তিনি এ ফরম্যাটে সেঞ্চুরির দেখা পাননি।

ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে আর চার দিন পরই মাঠে নামবে পাকিস্তান। তবে এর আগে শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে বাবরের অফ ফর্ম। আসন্ন টুর্নামেন্টের আগে প্রস্তুতি হিসেবে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডকে নিয়ে ত্রিদেশীয় সিরিজে লড়াইয়ে নেমেছিল ম্যান ইন গ্রিনরা। এ সিরিজেও রানে ফিরতে পারেননি বাবর।

প্রথম দুই ম্যাচে ১০ ও ২৩ রানে আউট হওয়ার পর গতকাল ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচেও বাবর আউট হন ২৯ রান করে। এরপর পাকিস্তানকে হারিয়ে ফাইনালে জয়ী হয় নিউজিল্যান্ড।

এদিকে ব্যাটে রান না থাকলেও বাবর রেকর্ড গড়া ছাড়ছেন না। গতকাল ২৯ রান করেও দারুণ এক মাইলফলক গড়েছেন তিনি। একদিনের ক্রিকেটে পাকিস্তানি ব্যাটারদের মধ্যে দ্রুততম ৬০০০ রান করার রেকর্ডটা এতদিন ছিল সাঈদ আনোয়ারের। তিনি ১৬২ ইনিংসে এ রেকর্ড গড়েছিলেন। বাবর গতকাল ২৯ রান করে ৬০০০ রানের ক্লাবে ঢুকেছেন। এ রান করতে তাঁর খেলতে হয়েছে কেবল ১২৩ ইনিংস।

এদিকে একদিনের ক্রিকেটে দ্রুততম ৬০০০ রানের রেকর্ড গড়ার রেকর্ডে সবার আগে ছিলেন দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা। প্রোটিয়া এই ব্যাটারও ১২৩ ইনিংসেই ৬০০০ রান করেছিলেন। গতকাল এ রেকর্ডেও ভাগ বসিয়েছেন বাবর।

শেয়ার করুন: