বোলিংয়ে নিষেধাজ্ঞা কাটাতে সাকিবের ‘বিশেষ অনুশীলন’
ঘরোয়া কিংবা আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ বোলার সাকিব আল হাসান। ইংল্যান্ডের ল্যাবে ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশন শনাক্তের পর ঘরোয়া এবং আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং নিষেধাজ্ঞায় পড়েছেন বাংলাদেশের এই অলরাউন্ডার, আনুষ্ঠানিক এক বিবৃতিতে তা আগেই নিশ্চিত করেছিল বিসিবি।
বিসিবি জানিয়েছে, ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশনের কারণে জাতীয় দলের অলরাউন্ডার সাকিব আল হাসান ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) অধীনস্থ প্রতিযোগিতাগুলিতে বোলিং করার ক্ষেত্রে নিষিদ্ধ হয়েছেন। এর ফলে, সাকিব বাংলাদেশের বাইরের কোনো ঘরোয়া প্রতিযোগিতা এবং আন্তর্জাতিক ক্রিকেটেও বোলিং করতে পারবেন না।
তবে শ্রীলঙ্কায় লঙ্কা টি-টেনে খেলতে গিয়ে নিয়মিত বোলিং অনুশীলন করেছেন সাকিব। সেটা নিজ চোখেই দেখেছেন সতীর্থ মোসাদ্দেক হোসেন। আজ সিলেটে গণমাধ্যমকে এ নিয়ে তিনি বলেন, ‘সেখানে অনেক অনুশীলন করেছে। ম্যাচ শুরুর আগে এবং শেষের পরও চেষ্টা করেছে। বোলিং নিয়ে খুবই সিরিয়াস অনুশীলন করেছে। পরীক্ষা দিবেন সব ঠিকঠাক থাকলে…. আমাদের তো অবশ্যই আশা থাকবে পাস করে আসুক। আবার ক্রিকেটে ব্যাক করুক এটাই তো চাই।’
দেশের জার্সিতে সাকিবের খেলা নিয়ে মোসাদ্দেক বলেন, ‘শেষ কি না জানি না। কিন্তু অবশ্যই ভালো যে একটা টুর্নামেন্ট একসাথে খেলতে পারছি। কিছুদিন সময় কাটানোর মত সুযোগ হয়েছিল, অবশ্যই একটা ভালো ফিলিংস।’
এদিকে এনসিএল টি-টোয়েন্টিতে ফাইনাল খেলতে পেরে উচ্ছ্বসিত মোসাদ্দেক, ‘খুবই ভালো একটা ম্যাচ খেললাম, সেই ম্যাচটা জেতার পরে ফাইনালে। ভালো খেলতে পারছি ভালো অবশ্যই। ভালো লাগছে।’