November 27, 2024
লেটেস্টশীর্ষ সংবাদ

বৈজ্ঞানিক গবেষণা, বিশ্লেষণ ও সিদ্ধান্ত প্রণয়ন শীর্ষক ছয়দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু হলো খুলনা বিশ্ববিদ্যালয়ে

জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতাধীন ও বিভাগীয় কমিশনারের কার্যালয়, খুলনা কর্তৃক বাস্তবায়নাধীন (“খুলনা শহরে এডমিনিস্ট্রেটিভ কনভেনশন সেন্টার নির্মাণ” প্রকল্পের) আওতায় ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) খুলনা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় ছয়দিন “বৈজ্ঞানিক গবেষণা, বিশ্লেষণ ও সিদ্ধান্ত প্রণয়ন” শীর্ষক প্রশিক্ষণ শুরু হলো আজ। নিরবচ্ছিন্নভাবে এ প্রশিক্ষণ আগামী ২৭ জুলাই, ২০২৩ খ্রি. তারিখ পর্যন্ত ছয়দিন খুলনা বিশ্ববিদ্যালয়ের শহীদ সৈয়দ নজরুল ইসলাম ভবনে অবস্থিত আইকিউএসি’র নিজস্ব প্রশিক্ষণ কক্ষে চলবে। প্রশিক্ষণে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও মাস্টার্সের শিক্ষার্থী এবং খুলনাস্থ সরকারী প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ সর্বমোট ২৭ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেছেন।

প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার জনাব মো: হেলাল মাহমুদ শরিফ, বিশেষ অতিথি ছিলেন প্রফেসর ড. মো: আশিক-উর-রহমান, প্রধান, নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিন, খুলনা বিশ্ববিদ্যালয়; প্রধান প্রশিক্ষক ড. মো: জাকির হোসেন, প্রফেসর, নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিন, খুলনা বিশ্ববিদ্যালয়; অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর ড. মো: মতিউল ইসলাম, পরিচালক (চলতি দায়িত্ব), আইকিউএসি, খুলনা বিশ্ববিদ্যালয়।

বিশেষ অতিথি নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিন-এর প্রধান প্রফেসর ড. মো: আশিক-উর-রহমান প্রশিক্ষণ আয়োজনের পটভূমি ও উদ্দেশ্য সম্পর্কে প্রশিক্ষণার্থীদেরকে ধারণা দিয়ে বলেন, অ্যাকাডেমিয়া ও অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে কর্মপরিধি ও কে কাকে কতটুকু সাহায্য করতে পারে সে বিষয়ে বোঝাপড়ার একটি গ্যাপ রয়েছে। তিনি বলেন, এই প্রশিক্ষণ সেই জ্ঞাপ দূর করবে।

প্রধান অতিথি বিভাগীয় কমিশনার জনাব মো: হেলাল মাহমুদ শরিফ তাঁর বক্তব্যে সংখ্যাতত্ত্ব সম্পর্কে ধারণা দিয়ে বলেন, সংখ্যাতত্ত্ব মানব সভ্যতাকে অনেক এগিয়ে দিয়েছে। তিনি বলেন, প্রশিক্ষণের মাধ্যমে সরকারের উন্নয়ন কর্মকান্ডে সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতার উন্নয়ন ঘটবে। পাশাপাশি, একটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরি হবে যার মাধ্যমে অ্যাকাডেমিয়া ও অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে সেতুবন্ধ রচিত হবে। ভবিষ্যতে এ সম্পর্ক উন্নয়নের মাধ্যমে উভয়ের পক্ষে আরও ভাল কাজ করার  সামর্থ্য  বৃদ্ধি পাবে।

প্রধান প্রশিক্ষক নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিন-এর প্রফেসর ড. মো: জাকির হোসেন সপ্তাহব্যাপী কোন্ কোন্ সেশনে কী কী নিয়ে আলোচনা হবে সে বিষয়ে বিস্তারিত ধারণা দেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, প্রশিক্ষণে প্রশিক্ষণার্থীবৃন্দ তত্ত্বিয় ও ব্যবহারিক খুঁটিনাটি নানা বিষয়ে জানার পাশাপাশি বিশ্লেষণে ব্যবহৃত বিভিন্ন সফট্ওয়্যার সম্পর্কে সম্যক ধারণা লাভ করবেন যার মাধ্যমে তাঁদের গবেষণা পরিচালনার দক্ষতা ও সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা বৃদ্ধি পাবে।

সভাপতির বক্তব্যে আইকিউএসি’র পরিচালক (চলতি দায়িত্ব) প্রফেসর ড. মো: মতিউল ইসলাম আগত অতিথি ও প্রশিক্ষণার্থীবৃন্দসহ সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, এধরণের উদ্যোগ অ্যাকাডেমিয়া ও অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে কার্যকর সহযোগিতা বৃদ্ধি করে। আগামীতে এ ধরণের উদ্যোগের সংখ্যা বৃদ্ধির বিষয়ে তাঁর প্রতিশ্রুতির কথা জানিয়ে বলেন, আমি আশা করি আগত প্রশিক্ষণার্থীবৃন্দ গভীর মনোযোগের সাথে সবকিছু শেখার বিষয়টাকে ৬দিন উপভোগ করবেন।

আইকিউএসির উপ-রেজিস্ট্রার জনাব মো: নূরুল ইসলাম সিদ্দিকী’র সঞ্চালনায় প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন “খুলনা শহরে এডমিনিস্ট্রেটিভ কনভেনশন সেন্টার নির্মাণ” প্রকল্পের প্রকল্প পরিচালক (উপসচিব) জনাব আবু সায়েদ মো: মনজুর আলম পিএএ, হিসাব রক্ষক জনাব কাজী মো: আব্দুল হাই, আইকিউএসির সেকশন অফিসার জনাব মো: মোস্তফা আল মামুন, ব্যক্তিগত সহকারী শাহরিয়ার শিকদার, সাপোর্ট স্টাফ আকিব জাভেদ ও রণজিত কুমার মন্ডল।

শেয়ার করুন: