October 9, 2025
খেলাধুলা

বিসিবির পাওনা ৪৬ কোটি টাকা নিয়ে যা বললেন চিটাগংয়ের মালিক

বিপিএলের সব আসরেই কম বেশি বিতর্ক হয়। তবে গতবার যা হয়েছে তার তুলনা হয় না। আর বিতর্ক, আলোচনা-সমালোচনার কেন্দ্রে ছিল চিটাগং কিংস। সম্প্রতি কিংসের কাছে ৪৬ কোটি টাকা চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছে বিসিবি। এদিকে আইনি নোটিশ পাওয়ার পর আজ এ বিষয়ে সংবাদ সম্মেলন করেন চিটাগং ফ্র্যাঞ্চাইজির মালিক সামির কাদের চৌধুরি। সেখানে তিনি বলেন, এ সমস্যা সমাধানে বিসিবির সঙ্গে বেশ কয়েকবার আলোচনায় বসতে চাইলেও তা হয়নি।

সংবাদ সম্মেলনে সামীর কাদের বলেছেন, ‘মাস খানেক আগে বিসিবি থেকে আমাকে একটি লিগ্যাল নোটিশ দেওয়া হয় ৪৬ কোটি টাকার। এর রিপ্লাইটাও আমরা দিয়ে দিয়েছি। এরপর থেকে আমার দিক থেকে এফোর্ট যাচ্ছে বিষয়টা নিয়ে বসার জন্য।’

তিনি বলেন, ‘আমার দিক থেকে যোগাযোগ ছিল, বোর্ডের সাথে বসে সমাধান করার। এটা ২০১৪ সাল থেকে চলছে। ২০১৮ সালে বিসিবি একটা স্টে অর্ডার নেয়। এর সব অর্ডারগুলো আমাদের হাতে আছে। আন অফিশিয়ালি একজনের সাথে হয়ত যোগাযোগ ছিল। আমার দিক থেকে আমি সবসময় চেষ্টা করেছি, গত ৩ মাস ধরে এটা সমাধান করার জন্য বোর্ডের সাথে।’

এদিকে ৪৬ কোটি টাকা পাওনার বিষয়ে যে নোটিশ পাঠানো হয়েছে, সেই ৪৬ কোটি টাকার হিসাব বিসিবির কর্মকর্তারাও জানেন না বলেই দাবি তার। তিনি বলেন, ‘আমার সাথে কথা হয়েছে কিছু বোর্ড পরিচালকদের সাথে। উনারা আমাকে নিশ্চিত করেছে এটা নিয়ে আমার সাথে বসে বিষয়টি সমাধান করবে। ৪৬ কোটি টাকার না উনাদের কাছে জবাব আছে, না আমার কাছে জবাব আছে। কারও কাছে উত্তর নেই। এটার উত্তর আমার কাছেও নেই। বোর্ড পরিচালকরাও জিজ্ঞেস করেছে, এই ফিগারটা কীভাবে হলো?’

আলোচনায় রাজি হওয়ায় বিসিবিকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘আমি বিসিবিকে ধন্যবাদ জানাই এতদিন পর যে তাদের কাছ থেকে ফোন পেয়েছি। এটার অপেক্ষাতেই এতদিন ছিলাম। যেহেতু এখন আলাপ করবে এখন (কে) ঠিক (কে) ভুল বলা উচিত নয়। আমার তরফ থেকে আমি কোনো কিছু থেকে পিছিয়ে যাইনি। যদি আমার সাথে কেউ আলাপই না করে, এই ৪৬ কোটি টাকা কোথা থেকে আসলো কেউ জানে না।’

শেয়ার করুন: