বিসিবির পর আরেক ফেডারেশনের সেক্রেটারি রদবদল
বিসিবিতে আরেক দফা সভাপতি পদে রদবদল হয়েছে। সাবেক জাতীয় অধিনায়ক ফারুক আহমেদের পরিবর্তে আমিনুল ইসলাম বুলবুল সভাপতি হয়েছেন। এই রদবদলে ঘটেছে মূলত জাতীয় ক্রীড়া পরিষদ ফারুকের মনোনীত পরিচালক প্রত্যাহার ও বুলবুলকে মনোনয়ন দেয়ায়। বিসিবি সভাপতি রদবদলের ৪৮ ঘন্টার মধ্যে জাতীয় ক্রীড়া পরিষদ এক ফেডারেশনের সেক্রেটারি পরিবর্তন করেছে।
কুস্তি ও খো খো ফেডারেশনের অ্যাডহক কমিটি আগেই ঘোষণা দিয়েছিল জাতীয় ক্রীড়া পরিষদ। এবার ঘোষিত দুই ফেডারেশনের তিনটি পদে পরিবর্তন এনে সংশোধন করেছে এনএসসি। গত ১৯ মার্চ ঘোষিত কুস্তির কমিটিতে সাধারণ সম্পাদক পদে ৮৪ বছর বয়সী মাহবুবুল আমিন জীবন এবং যুগ্ম সম্পাদক পদে ফারুক উদ্দিন আহমেদকে দেওয়া হয়েছিল। প্রজ্ঞাপনের পর থেকেই হাসপাতালে রয়েছেন জীবন।
নতুন প্রজ্ঞাপনে সাবেক কুস্তিগীর মেজবাহ উদ্দিন আজাদকে সাধারণ সম্পাদক ও ফারুক উদ্দিন আহমেদের পরিবর্তে যুগ্ম সম্পাদক করা হয়েছে আরেক সাবেক কুস্তিগীর একেএম আবদুল মোবিনকে। এছাড়া গত ২৭ মার্চ ঘোষিত খো খো ফেডারেশনের কমিটি থেকে সদস্য মতিউর রহমান বাবুলকে বাদ দিয়ে মোহাম্মদ আল আমিনকে সদস্য করা হয়েছে।
জাতীয় ক্রীড়া পরিষদ বিভিন্ন ফেডারেশনের অ্যাডহক কমিটি প্রকাশের পর এটি সাধারণ সম্পাদক পদে দ্বিতীয় রদবদল। আরচ্যারি ফেডারেশনে প্রথমে সাধারণ সম্পাদক করা হয়েছিল কাজী রাজিব উদ্দিন আহমেদ চপলকে। সার্চ কমিটির আহ্বায়কের হুমকির প্রেক্ষিতে জাতীয় ক্রীড়া পরিষদ চপলকে সাধারণ সম্পাদক থেকে সদস্য ও সদস্য থাকা তানভীর আহমেদকে সাধারণ সম্পাদক মনোনয়ন দেয়। কুস্তি ফেডারেশনে প্রায় আড়াই মাস পর সাধারণ সম্পাদক পদে রদবদল আসল।
কুস্তি ফেডারেশনের সাধারণ সম্পাদক ছিলেন ইতোপূর্বে তবিউর রহমান পালোয়ান। তার বয়সও প্রায় আশি। তিনি প্রায় চার দশক ফেডারেশনের সাধারণ সম্পাদক ছিলেন। সেই পালোয়ানকে সরিয়ে যাকে নতুন সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছিল তিনি আরো বয়োবৃদ্ধ। শেষ পর্যন্ত এই পদে আবার বদল করতে হলো ক্রীড়া প্রশাসনকে।