বিশ্ব ভালোবাসা দিবস ও বসন্ত উৎসবের আভায় বইমেলা
শীতের শুষ্কতা ও রুক্ষতা পেরিয়ে এসে গেছে ঋতুরাজ বসন্ত। একইসঙ্গে দিনটি বিশ্ব ভালোবাসা দিবস হিসেবে পালিত হয়। ফলে প্রাণের বইমেলাতেও লেগেছে ভালোবাসা দিবস ও বসন্তের আমেজ। সাপ্তাহিক ছুটির দিনে বেলা ১১টায় শুরু হওয়া বইমেলায় রঙিন দুই দিবসের হাওয়া লেগেছে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সরেজমিনে বইমেলায় ঘুরে দর্শনার্থীদের বর্ণিল সাজে দেখতে পাওয়া যায়।
সাধারণত বইমেলা বেলা ৩টায় শুরু হলেও। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় আজ বইমেলা শুরু হয়েছে সকাল ১১টায়। শুরুতে মেলায় লোক সমাগম কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে পাঠক-দর্শনার্থীর আগমন বাড়তে থাকে। তবে ভালোবাসা দিবস ও পহেলা বসন্তকে কেন্দ্র করে আগতদের বেশিরভাগই তরুণ-তরুণী। তাদের বেশিরভাগই রঙিন পাঞ্জাবি ও তরুণীরা বাহারি রঙের শাড়ি পরিহিত। অনেক তরুণীর মাথায় শোভা পাচ্ছে নানা রঙের ফুলের রিং।
তেমনই এক জুটি আলিশা ও মেহরাব (ছদ্মনাম)। ছুটির দিন ও ভালোবাসা দিবস উপলক্ষে মেলায় ঘুরতে এসেছেন। মেহরাবের পড়নে লাল পাঞ্জাবি ও সাদা পায়জামা। অপরদিকে আলিশার পড়নে বাসন্তি কালারের শাড়ি এবং মাথায় ফুলের রিং। ঢাকা মেইলকে তারা বলেন, অন্য সময় অফিসের কারণে বইমেলায় আসার সুযোগ কম হয়। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় আজ মেলায় আসা। আর পোশাকে ভালোবাসা ও পহেলা ফাল্গুনের প্রভাব রয়েছে।
আজ সকাল থেকে মেলায় আগত বেশিরভাগ দর্শনার্থীকে দেখা গেছে যুগলবন্দী অবস্থায়। যাদের সিংহভাগ উঠতি বয়সী তরুণ-তরুণী। তবে জুমার নামাজের পরপর শিশুসহ পাঠকদের আসতেও দেখা গেছে। তবে সেখানেও বসন্তের ছোঁয়া।
বইমেলার স্টল ও প্যাভিলিয়নগুলোতে বসন্তের আমেজ লক্ষ করা গেছে। তবে ক্রেতার সংখ্যা কম বলেও জানিয়েছেন তারা। যদিও বিকেল থেকে ক্রেতা বাড়বে বলে আশা স্টল মালিকদের। তবে ছুটির দিনে অমর একুশে বইমেলা সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকার কথা থাকলেও আজ (১৪ ফেব্রুয়ারি) মেলার কার্যক্রমের সমাপ্তি হবে আগেভাগেই। পবিত্র শবে বরাত উপলক্ষ্যে শুক্রবার রাত ৯টার পরিবর্তে সন্ধ্যা সাড়ে ৭টায় শেষ হবে বইমেলার কার্যক্রম।