বিশ্বের সবচেয়ে মূল্যবান ‘ফুটবল ব্র্যান্ড’ রিয়াল মাদ্রিদ
ইউরোপিয়ান ফুটবলের সেরা ক্লাব কোনটি? এমন প্রশ্নের উত্তরে সবার আগে আসবে রিয়াল মাদ্রিদের নাম। বছরের পর বছর ধারাবাহিকভাবে দারুণ পারফরম্যান্সে একেরপর এক শিরোপা জিতেছে স্পেনের ক্লাবটি। আর তাই বিশ্বজুড়ে ক্লাবটির কদরও আছে বেশ। সেটা উঠে এসেছে ব্র্যান্ড ফাইন্যান্সের রিপোর্টেও। প্রতিষ্ঠানটির সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের সবচেয়ে মূল্যবান ফুটবল ব্র্যান্ড হিসেবে শীর্ষস্থান ধরে রেখেছে রিয়াল মাদ্রিদ।
সম্প্রতি ‘ফুটবল ৫০, ২০২৫’ নামে প্রতিবেদন প্রকাশ করেছে ব্র্যান্ড ফাইন্যান্স। সেখানে দেখা গেছে, রিয়াল মাদ্রিদের ব্র্যান্ডমূল্য গত বছরের তুলনায় ১৪ শতাংশ বেড়ে এ বছর ১৯০ কোটি ইউরো হয়েছে। স্পেনের আরেক পরাশক্তি ক্লাব বার্সেলোনার ব্র্যান্ডমূল্য ১১ শতাংশ বেড়ে হয়েছে ১৭০ কোটি ইউরো। শক্তিশালী ক্লাবের রেটিংয়েও এ দুটো ক্লাবই পেয়েছে সর্বোচ্চ রেটিং ‘ট্রিপল এ প্লাস’।
ফুটবল ব্র্যান্ডের পাশাপাশি শক্তিশালী ক্লাব ও এন্টারপ্রাইজ ভ্যালু- এই দুই তালিকাতেও ১ নম্বরে আছে রিয়াল মাদ্রিদ। এন্টারপ্রাইজ ভ্যালুতে রিয়াল মাদ্রিদ ৬০০ কোটি ইউরো, বার্সেলোনা ৪৪০ কোটি ইউরো। প্রতিবেদন অনুযায়ী, আগের বছর ব্র্যান্ড মূল্যতে ২ নম্বরে থাকা ম্যানচেস্টার সিটি ৮ বছর পর এবার কোনো বড় ট্রফি জিততে না পারায় নেমে গেছে ৩ নম্বরে।
প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ জিতে পিএসজি ঢুকে পড়েছে শীর্ষ পাঁচে। লা পারিসিয়ানরা বায়ার্ন মিউনিখ (৬) ও ম্যানচেস্টার ইউনাইটেডকে (৭) পেছনে ফেলেছে। আগের বছর ৫ নম্বরে থাকা লিভারপুল এবার উঠে এসেছে চারে। প্রিমিয়ার লিগের অন্য তিন ক্লাব আর্সেনাল, চেলসি ও টটেনহাম আছে যথাক্রমে ৮, ৯ ও ১০ নম্বরে।