November 23, 2024
আঞ্চলিকবিজ্ঞপ্তিলেটেস্টশীর্ষ সংবাদ

বিশ্বের যুদ্ধ পরিস্থিতিতে সকল পণ্যের মূল্য বৃদ্ধি পাচ্ছে : সিটি মেয়র

খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, বিশ্বের যুদ্ধ পরিস্থিতিতে সকল পণ্যের মূল্য বৃদ্ধি পাচ্ছে। যার ধারাবাহিকতায় বাংলাদেশের বাজারেও আমদানিকৃত নিত্যপণ্যের দাম উর্দ্ধমুখী। যা নিরসনে আওয়ামী লীগের সভানেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস কাজ করছেন। আমরাও জোর দাবি জানাই উর্দ্ধমুখী বাজারের এই লাগাম টেনে ধরার। কিন্তু আমাদের বিএনপি জামায়াত ও তাদের অনুসারীরা দ্রব্যমূল্য বৃদ্ধির শ্লোগান দিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের পায়তারা করছেন। দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে বলে সরকারের সমালোচনা করছেন। কিন্তু দ্রব্যমূল্য বৃদ্ধির কারণ জনগণকে বলছেন না। বেগম খালেদা জিয়ার চিকিৎসা, সুষ্ঠু নির্বাচনের নামে অতীতে তারা যেমন জনগণের সাথে প্রতারণা করেছেন তেমনি এখনও করছেন। দেশবিরোধী, জনবিরোধী যে কোন ষড়যন্ত্র প্রতিহত করতে আমাদের আরও সোচ্চার হতে হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলাদেশ গড়ার এই লড়াইয়ে দেশের আপামর জনগণকে সাথে নিয়ে আমাদের জয়ী হতে হবে।
শনিবার বিকাল চারটায় নগর যুবলীগের আয়োজিত বিএনপি জামায়াত ও তাদের অনুসারীদের দেশবিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য ও অপতৎপরতার প্রতিবাদে প্রতিবাদী মিছিল পূর্ব সমাবেশে এ কথা বলেন তিনি। নগরীর শঙ্খ মার্কেটস্থ দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে নগর যুবলীগের আহ্বায়ক সফিকুর রহমান পলাশের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক শেখ শাহাজালাল হোসেন সুজনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নগর আ’লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, আ’লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা নূর ইসলাম বন্দ। আরও বক্তব্য রাখেন যুবলীগ নেতা আব্দুল কাদের শেখ, এ্যাডঃ আল আমীন উকিল, মোঃ আবুল হোসেন, কাজী কামাল হোসেন, সওকাত হোসেন, কবির পাঠান, তাজুল ইসলাম, মোস্তফা শিকদার, জুয়েল হাসান দিপু, মেহেদী হাসান মোড়ল, কে এম শাহিন, ইয়াসিন আরাফাত।
এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক যুবলীগ নেতা মাসুদ পারভেজ, সাবেক ছাত্রনেতা বাচ্চু মোড়ল, রফিকুল ইসলাম রফিক, ইস্রাফিল হোসেন জনি, পলাশ মন্ডল, অভিজিৎ পাল, থানা যুবলীগ নেতা রাশেদুজ্জামান রিপন, আব্দুল্লাহ আল মামুন মিলন, ওয়ার্ড যুবলীগ নেতা ইলিয়াস হোসেন লাবু, আরিফুর রহমান আরিফ, রবিউল ইসলাম লিটন, শওকাত হাসান, হাসান শেখ, আসাদুজ্জামান শাহিন, ইমরুল ইসলাম রিপন, বাদল সিপাহী, ইব্রাহিম আহমেদ তপু, মাসুম উর রশিদ, জামাল হোসেন, জামিল আহমেদ সোহাগ, লাবু আহমেদ, জিহাদুর রহমান জিহাদ, চৌধুরী রিয়াজ মাহমুদ, রাকিবুল ইসলাম, শাহাবুদ্দিন সাবু, ইউসুফ শেখ, সাকিব হাওলাদার, নগর ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান বাবু, জব্বার আলী হীরা, জহির আব্বাস, ইমাজ উদ্দিন রিপন, মেহেদী হাসান, শেখ সাকিব, সোহান হোসেন শাওন, মাহমুদুর রহমান রাজেশ, হিরন হাওলাদার, নিশাত ফেরদাউস অনি, যুবলীগ কর্মী পলাশ সাহা দেবু, সাদ আহমেদ খান, সাগর মজুমদার প্রমুখ। সমাবেশ শেষে একটি প্রতিবাদী মিছিল দলীয় কার্যালয় হতে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ জে এফ জয়

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *