বিশ্বকাপ বাছাইয়ের জন্য বাংলাদেশের স্কোয়াড ঘোষণা
পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ব্যর্থতা নিয়ে ফিরেছে বাংলাদেশ পুরুষ জাতীয় দল। এবার মেয়েরাও সেখানে ২০২৫ বিশ্বকাপের বাছাইপর্ব খেলতে যাবে। আগামী ৫-১৯ এপ্রিল লাহোরে অনুষ্ঠিত হতে যাওয়া বাছাইয়ের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা করেছে বিসিবি। এর আগে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন টাইগ্রেসরা ৩ এপ্রিল দেশ ছেড়ে যাবে।
এখনও আন্তর্জাতিক ওয়ানডেতে অভিষেক না হওয়া ইশমা তানজিম আসন্ন বাছাইপর্বের জন্য ডাক পেয়েছেন। এর আগে তিনি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন ৪টি। এদিকে, গত জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়ানডে সিরিজ জিততে পারলে সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পেত বাংলাদেশ নারী দল। কিন্তু ২-১ ব্যবধানে হেরে তারা সেই সুযোগ হাতছাড়া করে। ফলে জ্যোতিদের খেলতে হচ্ছে বাছাইপর্ব।
পরবর্তী ওয়ানডে বিশ্বকাপের আয়োজক ভারত। তাদের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া মেয়েদের এই মেগা প্রতিযোগিতায় অংশ নেবে মোট ৮টি দল। যেখানে নারী চ্যাম্পিয়নশিপের পয়েন্টের ভিত্তিতে সরাসরি কোয়ালিফাই করেছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড। আর স্বাগতিক হওয়ায় সরাসরি খেলা নিশ্চিত ভারতের।