December 5, 2024
আন্তর্জাতিক

বিশেষ ক্ষমতায় বাইডেনের ছেলে ২ মামলায় খালাস

ছেলে হান্টার বাইডেনকে দুটি ফৌজদারি মামলা থেকে খালাস করতে রাষ্ট্রপতির বিশেষ ক্ষমতা ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছেন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন।

রবিবার (১ ডিসেম্বর) হোয়াইট হাউসের প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। খবর রুশ বার্তাসংস্থা তাসের।

বিবৃতিতে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার ছেলে হান্টারকে দুটি ফৌজদারি মামলা থেকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা করার সিদ্ধান্ত নিয়েছেন।হান্টারের সাজার ঘটনাকে তিনি সুষ্ঠু বিচার নিশ্চিত করতে আদালতের ব্যর্থতা বলেও মন্তব্য করেন।

দুটি ফৌজদারি অপরাধে হান্টার বাইডেনের কারাদণ্ড হয়েছে। এর আগে ছেলের বিচারকাজে হস্তক্ষেপ করবেন না বলে জানিয়েছিলেন বাইডেন।

কিন্তু সম্প্রতি নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে একের পর মামলা থেকে নিজেকে খালাস করে নিচ্ছেন। এ দেখে বাইডেনও নিজের ছেলের দুই মামলার সাজা মওকুফ করে দিলেন।

এক বিবৃতিতে বাইডেন বলেন, হান্টারের মামলার তথ্য যাচাই করলে যে কেউ বুঝতে পারবেন, শুধু আমার ছেলে হওয়ার কারণে তাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। আর এটা ভুল।

হান্টার বাইডেন এ বছরের শুরুতে মাদক সেবন ও অস্ত্রের বিষয়ে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে অভিযুক্ত হন। এ ছাড়া কর ফাঁকির ঘটনাতেও তিনি দোষী সাব্যস্ত হন।

বাইডেন বারবারই বলে এসেছেন, তিনি ছেলেকে ক্ষমা করবেন না। রবিবার মত বদলের কারণ ব্যাখ্যা করেছেন তিনি। বলেছেন, তিনি বিচার বিভাগের সিদ্ধান্ত নেয়ার প্রক্রিয়ায় হস্তক্ষেপ করবেন না বলে জানিয়েছিলেন। ছেলেকে উদ্দেশ্যমূলক ও অন্যায়ভাবে বিচারের মুখোমুখি হতে দেখেও তিনি প্রতিশ্রুতি থেকে সরে আসেননি।

কংগ্রেসে বেশ কয়েকটি বিরোধী দলের উসকানিতে ছেলের বিরুদ্ধে মামলা হয়েছে বলে বিবৃতিতে অভিযোগ করেন বাইডেন। নির্বাচনে বাইডেনের বিরোধিতা করতেই বিরোধী দলগুলো এমন উসকানি দিয়েছে বলে তিনি অভিযোগ করেন।

গত সেপ্টেম্বর মাসে কর ফাঁকির মামলায় হান্টার বাইডেনের ১৭ বছরের কারাদণ্ড হয়। এ ছাড়া বন্দুক–সংক্রান্ত আলাদা মামলায় তার ২৫ বছরের কারাদণ্ড হয়।

শেয়ার করুন: