December 25, 2025
জাতীয়লেটেস্টশীর্ষ সংবাদ

বিশেষ অভিযানে আরো ১৭৪৪ জন গ্রেপ্তার

সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১১৩০ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছেন আরো ৬১৪ জন।

শনিবার (২৪ মে) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১১৩০ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য ঘটনায় আরো গ্রেপ্তার হয়েছেন ৬১৪ জন।

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি রিভলবার, ৩টি পিস্তল, ১টি দেশীয় শুটারগান, ৩টি দেশীয় এলজি, ৩টি ম্যাগাজিন ও ৩৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

বিশেষ অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের এই কর্মকর্তা।

শেয়ার করুন: