বিমান বিধ্বস্তের ঘটনায় ক্ষমা চাইলেন পুতিন
রাশিয়ার আকাশসীমা থেকে আজারবাইজানের একটি যাত্রীবাহী উড়োজাহাজ ভূপাতিত করার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ জন্য তিনি ক্ষমা চান। শনিবার ক্রেমলিন এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর তাসের।
বিবৃতিতে বলা হয়, ইউক্রেনের ড্রোন হামলা প্রতিহত করতে ভুলবশত যাত্রীবাহী ওই উড়োজাহাজ ভূপাতিত করা হয়। গত বুধবার আজারবাইজান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী উড়োজাহাজ কাজাখস্তানের আকতাউ শহরের অদূরে বিধ্বস্ত হয়ে অন্তত ৩৮ জন আরোহী নিহত হন। উড়োজাহাজটি আজারবাইজানের রাজধানী বাকু থেকে রাশিয়ার চেচনিয়া অঞ্চলের রাজধানী গ্রোজনি যাচ্ছিল।
উড়োজাহাজটিতে যাত্রী ও ক্রু মিলিয়ে ৬৭ জন আরোহী ছিলেন। অলৌকিকভাবে ২৯ আরোহী বেঁচে যান।