বিমানবন্দরে চরম ভোগান্তির শিকার হাথুরুসিংহে
আপাতত খেলা নেই বাংলাদেশ দলের। লম্বা ছুটি পেয়েছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। এই সময়টা পরিবারের সঙ্গেই কাটাবেন লঙ্কান কোচ। সেই পরিকল্পনা থেকেই অস্ট্রেলিয়ায় পরিবারের কাছে রওনা দিয়েছিলেন তিনি। কিন্তু পথে বিমানবন্দরেই পোহাতে হয়েছেন চরম ভোগান্তি।
আফগানিস্তান সিরিজ শেষে জাতীয় দলের ক্রিকেটাররা ছুটিতে। এশিয়া কাপের আগে আর কোনও খেলা নেই। এই ছুটির সময়ে সব ক্রিকেটার যে বসে আছেন, ব্যাপারটা তা নয়। সাকিব আল হাসান ও লিটন দাস যেমন কানাডায় খেলতে গেছেন গ্লোবাল টি-টোয়েন্টি লিগে। মুশফিকুর রহিম ও তাসকিন আহমেদ খেলছেন জিম-আফ্রো টি-টেন লিগে।
বাংলাদেশ দলের প্রধান কোচ হাথুরুসিংহে অবশ্য ছুটির সময়টা পরিবারের সঙ্গেই কাটাতে চেয়েছেন। কিন্তু অস্ট্রেলিয়ায় পরিবারের কাছে যেতে এতটা ভোগান্তিতে পড়তে হবে, সেটা হয়তো ভাবেননি। বিমানবন্দরেই কাটাতে হয়েছে দুই দিন!
ভার্জিন অস্ট্রেলিয়া এয়ারলাইন্সে ফ্লাইট ছিল হাথুরুসিংহের। কিন্তু যাত্রা করার কয়েক ঘণ্টা আগে জানতে পারেন ফ্লাইট বাতিল করা হয়েছে। এইসব ক্ষেত্রে সাধারণত বিকল্প ফ্লাইটের ব্যবস্থা রাখে এয়ারলাইন্সগুলো। কিন্তু ভার্জিন অস্ট্রেলিয়া এয়ারলাইন্স সেটা করেনি।
পরের দিন রাখা হয় নতুন ফ্লাইট। কিন্তু সেটাও নির্ধারিত সময়ে হয়নি। বেশ খানিক সময় বিলম্বের পর যাত্রা শুরু করেন হাথুরুসিংহে। ভোগান্তির এখানেই শেষ নয়। ঝামেলায় জর্জরিত এই যাত্রার শেষটা হয়েছে তার ব্যাগ হারিয়ে!
চরম বিরক্ত ও ভোগান্তির এই যাত্রার কথা হাথুরুসিংহে নিজেই জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। বাংলাদেশ কোচ লিখেছেন, ‘ভার্জিন অস্ট্রেলিয়া এয়ারলাইনসে সবচেয়ে বাজে অভিজ্ঞতা হলো। উড্ডয়নের কয়েক ঘণ্টা আগে বাতিল করা হয় ফ্লাইট। ওই দিন বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করা হয়নি। অবশেষে পরদিন বিমানে উঠতে পারলাম, তবে সেটাও অনেক দেরিতে ছেড়েছে। ভ্রমণের শেষটা হয়েছে ব্যাগ হারিয়ে…।’
ক্রীড়া সংবাদ দাতা