September 19, 2024
খেলাধুলা

বিপিএল শুরুর সময় জানাল বিসিবি

সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী বিপিএল আয়োজনের আশা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। এ বছরের শেষের দিকেই মাঠে গড়ানোর কথা বিপিএলের আসন্ন আসরের।

আজ বৃৃহস্পতিবার সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বিপিএলের সময়সূচি নিয়ে বলছিলেন,  ‘আশা করি, বিপিএল যথাসময়ে অনুষ্ঠিত করতে পারবো। ২৭শে ডিসেম্বর প্রথম ম্যাচ মাঠে গড়ানোর কথা। প্লেয়ার্স ড্রাফটস সেপ্টেম্বরে করার চেষ্টা করবো।’

দুর্দান্ত ঢাকার মালিকানায় থাকা নিউটেক্স গ্রুপ নিজেদের সরিয়ে নেয়ার কথা জানায় বেশ কয়েক দিন আগেই। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, সিলেট স্ট্রাইকার্স কিংবা ফরচুন বরিশালের মতো দলগুলোর মালিকানা নিয়েও শঙ্কা আছে।

তাছাড়া বিপিএলের সবচেয়ে সফলতম দল কুমিল্লা ভিক্টোরান্সের মালিকানায় আছেন সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের মেয়ে নাফিসা কামাল। সরকার পতনের পর বাবার সঙ্গে দেশ ছেড়েছেন তিনিও। সবমিলিয়ে বিপিএলের দলগুলোর মালিকানা নিয়ে শঙ্কায় বিসিবি।

ফারুক বলেন, ‘দুই একটা দল হয়তো অংশগ্রহণ করতে চায়বেনা, অংশগ্রহণ করবে কি করবেনা তা এখনও জানায়নি। কিন্তু ধারণা করছি তারা না করতে পারে। প্রথমে আমরা দলগুলো ঠিক করবো। আমি পারসোনালি দলের মালিকদের ইন্টারভিউ করবো।’

শেয়ার করুন: