January 20, 2025
খেলাধুলা

বিপিএল প্রসঙ্গে সুজন বললেন, ‘এটা লজ্জাজনক’

রাজনৈতিক পট পরিবর্তনের পর পরিবর্তন এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও। সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন পদত্যাগ করার পর নতুন সভাপতি হয়েছেন ফারুক আহমেদ। এছাড়া পরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছেন নাজমুল আবেদিন ফাহিম। বিসিবির নতুন কমিটির অধীনে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আরও প্রতিযোগীতাপূর্ণ এবং জাঁকজমকপূর্ণ হবে এমনটাই ধারণা করেছিলেন অনেকে। তবে বাস্তবতা বলছে ভিন্ন কথা।

এবারের বিপিএলে শুরুই হয়েছে বিতর্ক দিয়ে। প্রথম ম্যাচ মাঠে গড়ানোর আগেই টিকেট না পাওয়ার কারণে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সামনে ভাঙচুর করেন সমর্থকরা। এছাড়া বিপিএলে শুরুর আগে কনসার্ট করতে বড় অঙ্কের অর্থ ব্যয় করাও বিতর্কের জন্ম দিয়েছিল। এছাড়া বিদেশী তারকা ক্রিকেটার না থাকা, ম্যাচে ক্রিকেটারদের সন্দেহজনক পারফর্ম্যান্স ও  টুর্নামেন্ট শেষের পথে এগোলেও ক্রিকেটারদের টাকা না পাওয়াসহ আরও বেশ কিছু বিষয় বিতর্কের জন্ম দিয়েছে।

এদিকে বিপিএল নিয়ে যখন এমন বিতর্ক তখন বিসিবির সাবেক পরিচালক ও ঢাকা ক্যাপিটালসের কোচ খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন নিজের হতাশার কথা। চলতি আসরে কেবল একটি ম্যাচ জিতেছে সুজনের ঢাকা। দল যখন তলানিতে তখনই বিপিএল নিয়ে নিজের ক্ষোভ জানিয়েছেন সুজন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শুক্রবার সুজন বলেন, ‘আমাদের বিপিএল করতে হলো কেন? নতুন বোর্ড আসছে তাই করতেই হবে? তাহলে নতুন বাংলাদেশ কোথায় হলো? যা হচ্ছে, ভালো কিছু হচ্ছে না। আমরা একটু গুছিয়ে নিতে পারিনি বিপিএল। টিকেটিং নিয়ে সমস্যা, মানুষের চিল্লাচিল্লি..।’

তিনি আরও বলেন, ‘ছয় ম্যাচ খেলার পর একটি দল বলছে তারা খেলবে না, কারণ খেলোয়াড়েরা টাকা পায়নি। এটা লজ্জাজনক। বিপিএলে একটা জিনিস ছিল যে, ব্যাংক গ্যারান্টি দেয়। (ফ্র্যাঞ্চাইজিগুলো) সেই ব্যাংক গ্যারান্টিও দেয় নাই। তাহলে বিপিএল গভর্নিং কাউন্সিলের ভূমিকাটা কী?।’

শেয়ার করুন: